পাংশায় ১৫ দোকানে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি

রাজবাড়ীর পাংশায় একটি মার্কেটের ১৩টি দোকানসহ মোট ১৫টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বাগদুলী বাজারের মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
সরেজমিন গেলে মিয়া মার্কেটের পুড়ে যাওয়া দোকান ব্যবসায়ীরা জানান, এই মার্কেটে ১৩টি দোকানঘর ছিল। ৭ জন ব্যবসায়ী এই ১৩টি দোকানঘর ভাড়া নিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এরমধ্যে দুটি ফার্নিচার, সাইকেল মিকার, করাত কল, চাইচ মিল ও একটি চায়ের দোকান ছিল। ১৩ দোকান ঘর ও দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগ্নিকাণ্ডের সময় সাউকেল মিককর নাজমুলের দোকানে থাকা ঝালায়ের কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুন আরো মারাত্মক রূপ ধারণ করে মার্কেটের সকল দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কটের সবগুলো দোকান পুড়ে যায়।
মার্কেটের ফার্নিচার ব্যবসায়ী নুরুজ্জামান শিতল বলেন, মার্কেটের ৩টি দোকানঘর ভাড়া নিয়ে সোহাগ ফার্নিচার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আছিলাম। আমর দোকানে থাকা সকল ফার্নিচার আগুনে পুড়ে গেছে। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপর এক ফার্নিচার ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মার্কেটের তিনটি দোকানঘর ভাড়া নিয়ে একটি ফার্নিচার ব্যবসা পরিচালনা করে আসছিলাম। আমার ঘরে থাকা ২০টি খাট, ৩ সেট সোফা, ৩টি ওয়াল কেবিনেটসহ অনেক কাঠ ছিল। এ আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাইচ মিল ব্যবসায়ী আতর বিশ্বাস বলেন, মার্কেটের ৫টি ঘর ভাড়া নিয়ে রাইচ মিল পরিচালনা করে আসছিলাম। আমার মিলে ১টি ধান, ১টি গম, ১টি ছাল, ১টি তেল, ১টি চাউল, ১টি ডাউল, ১টি চিরা, ১টি হলুদ ও মরিচ ভাঙানো মেশিন ছিল। সবগুলো মেশিন মটর সহ পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩০ লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিয়া মার্কেটের পাশের দুটি দোকান ঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে পায় ২ লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাগদুলী বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. কেছমত আলী শেখ বলেন, আমরা ধরণা করছি বিদ্যুতের শট সার্কিট হয়ে আগুনের শ্রুপাত হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও দোকান মালিকের দোকান ঘর সহ ক্ষয়ক্ষতির টাকার পরিমাণ প্রায় কোটি টাকা। তাবে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো বাজারই আগুনে পুড়ে ছাই হয়ে যেত।
পাংশা ফায়ার স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে মার্কেটের সবগুলো দোকান পুড়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন তিনি।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
