টাঙ্গুয়ার হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২০০ একর জমির ধান

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বাঁধ ভেঙে প্রায় ২০০ একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে । হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যার আশঙ্কা করছেন কৃষকরা। মাটিয়ান হাওরেও ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।
জানা গেছে, শনিবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নজরখালী বাঁধটি হঠাৎ ভেঙে গিয়ে পানির নিচে তলিয়ে যায় পাকা ও আধা পাকা ধান। এতে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা।
সরজমিন জানা গেছে, কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে স্থানীয় যাদুকাটা ও পাঠলাই নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধির ফলে শনিবার সকালে হঠাৎ টাঙ্গুয়া হাওরে স্থানীয়দের উদ্যোগে নির্মিত নজরখালী বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকতে থাকে। এতে আট-দশটি গ্রামের কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা জানান, টাঙ্গুয়া হাওর সংরক্ষিত জলাভূমি হওয়ায় এখানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাঁধ নির্মাণ হয়নি। যে বাঁধ ভেঙেছে সেটি স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি ভেঙে যায়। আমরা ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করব। সরকারি কোনো সহযোগিতা এলে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে।
অপরদিকে উপজেলার মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধেও শনিবার রাতে ফাটল দেখা দিয়েছে। আনন্দপুর গ্রামের পাশের বাঁধে ফাটল দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। প্রশাসন রাতেই স্থানীয় লোকজন নিয়ে বাঁধে মাটির বস্তা, বাঁশের খুঁটি লাগানোর কাজ করে। মাটিয়ান হাওরে চলতি বছর পাঁচ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরোধান আবাদ করা হয়েছে।
জামান / জামান

সীমান্ত এলাকায় ৫৫ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি নিয়োজিত থাকবে-লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক

বেনাপোল সীমান্তের খালেক হত্যাকান্ডে রেজা ও জিয়ার নামে মামলা

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

ঘোড়াঘাটে প্রকাশ্যে বাজারে গাঁজা বিক্রি আটক বিক্রেতা

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে নদী ভাঙন থেকে রক্ষা পেলো ৫০০ পরিবার

সন্দ্বীপে দূর্গা পূজা উপলক্ষে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের মন্দির পরিদর্শন

হত্যা মামলার এজাহার বদলাল টেকনাফ মডেল থানা পুলিশ

পুজোর মৌসুমী পদ্মফুলের চাহিদা বেড়েছে গ্রামে

রাজশাহী-ঢাকা বাস সার্ভিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

শিবচরে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব

কোটালীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে দুর্গাপূজা: শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি
