পটিয়া পৌর এলাকার ৯ স্থানে পথচারীদের বিনামূল্যে ৩০ দিনের ইফতার
চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় গরীব অসহায়, পথচারী রোজাদারদের জন্য ৩০ রমজানে ৩০ দিন আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ বিনামূল্যে ইফতারের ব্যবস্থা। ইতোমধ্যে আন্তর্জাতিক খেঁজুর আমদানীকারক প্রতিষ্ঠান এ্যারাবিয়ান ডেটস সুপার সপের মালিক মোহাম্মদ শহিদুল আলম পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলকে প্রাথমিকভাবে দুই মেট্টিক টন খেঁজুর এবং বিশুদ্ধ পানিসহ ইফতার সামগ্রী প্রদান করেছে।
জানা গেছে, রবিবার ১ম রমজানে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় দুই হাজার পথচারী রোজদারদের ইফতারের করানো হয়েছে। ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর ফলমন্ডীর আন্তর্জাতিক খেজুর আমদানিকারক প্রতিষ্ঠান এ্যারাবিয়ান ডেটস সুপার সপের মালিক শহিদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দীন আজাদ, নাঈম উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, সৈয়দ তালুকদার প্রমুখ। পৌরসভার ৯টি এলাকার ৯জন কাউন্সিলকে ইফতার পথচারীদের মধ্যে বিতরণ করার জন্য প্রদান করা হয়েছে। পৌর কর্তৃপক্ষের এমন আয়োজনে পৌরবাসী এবং সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রশাংসা কুড়িয়েছে। বিনামূল্যে ইফতারের ৯টি স্থানগুলো হলেন, পটিয়া শাহচান্দ আউলিয়া (রা.) মাজার, পটিয়া বাসস্ট্যান্ড, ডাক বাংলোর মোড়, থানার মোড়, পোস্ট অফিস, উপজেলা পরিষদ গেইটের সামনে, কাগজী পাড়া, পটিয়া রেলস্টেশনসহ জনসমাগমকৃত এলাকাগুলোকে চিহ্নিত করে পথচারী, গরীব অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। আব্দুর রহিম নামের এক পথচারী চট্টগ্রাম শহর থেকে বাস থেকে নেমে ১ম রমজানে পটিয়া বাস স্টেশনে কয়েকজন যুবক হাতে খেজুর আর পানির বোতল তুলে দিলে আমার চোখে পানি এসে যায়। যেখানে রমজানের মধ্যে সব কিছুর দাম বাড়ানোর প্রতিযোগিতায় সেখানে মানুষকে বিনামূল্যে ইফতার করার ব্যবস্থা এটাতে আল্লাহ খুশি হবেন, আয়োজকদের জন্য মন থেকে দোয়া করছি। এ বিষয়ে চট্টগ্রাম নগরীর ফলমন্ডির এ্যারাবিয়ান ডেটস সুপার শপের মালিক শহিদুল আলম বলেন, জীবনে অনেক টাকা আয় করেছি, যে টাকা দিয়ে যদি মানুষের উপকার করতে না পারি, কোন সেবা করতে না পারি, মানুষ তো আজীবন থাকবে না সবার দোয়ার প্রয়োজন। তাই যত খেজুর দরকার ৩০ রমজানে ফ্রি আমি দিচ্ছি প্রাথমিকভাবে দুই মেট্টিকটন খেজুর এবং পানি দিয়েছি লাগলো যত প্রয়োজন তত দেয়ার জন্য প্রস্তুত আছি। যাতে কোন রোজদার সময়ের অভাবে এবং টাকার অভাবে যথা সময়ে ইফতার থেকে বঞ্চিত না হয়। সবাইকে এগিয়ে এসে পৌর কর্তপক্ষকে সহযোগিতা করা দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাস আত্নশুদ্ধির মাস। তাই পটিয়া পৌরসভার নয়টি স্থানে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ৩০ রমজান পর্যন্ত এ আয়োজন থাকবে। বাংলাদেশে পটিয়া পৌরসভায় ছাড়া এ ধরণের আয়োজন আর কোন মেয়র করছে কিনা আমি বলতে পারব না, সবার সহযোগতা কামনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা