চাকরি ফিরে পাওয়ার আকুতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলীর

চাকরি ফিরে পাওয়ার জন্য কখনো আদালতে, কখনো আবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘোরাঘুরি করতে গিয়ে তিনি এখন অসুস্থ। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। চাকরিটা ফিরে পেলে এই শেষ বয়সে নিজের চিকিৎসা আর পরিবার-পরিজন নিয়ে বাকি সময়টুকু শান্তিতে বেঁচে থাকতে পারতেন। কথাগুলো বলেছেন চাকরিচ্যুত রেলওয়ের বোনারপাড়া স্টেশনের বুকিং ক্লার্ক বীর মুক্তিযোদ্ধা অসহায় ওয়ারেছ আলী প্রধান।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের হাজী ওসমান আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা অসহায় এই ওয়ারেছ আলী প্রধান। ২০১৬ সাল হতে তিনি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মুক্তিযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধানের লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৫০৫৩৩,গেজেট নং ১১০৭। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর ১৯৭৩ সালের ১৮ মার্চ রেলওয়ের বুকিং ক্লার্ক পদে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে যোগদান করেন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সাথে জড়িত ছিলেন। সেই সুবাদে চাকরিতে যোগদানের পরপরই রেল শ্রমিক সংগঠনের সাথে জড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন পদে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের নেতৃত্ব দেন।
রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিতে যাওয়ায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কোনো নোটিস ছাড়াই ১৯৯২ সালের ৩০ জুন চাকরিচ্যুত করে এবং তার বিরুদ্ধে ১১/৯৩ ও ১২/৯৩নং দুর্নীতি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ২০০০ সালে তিনি খালাস পেলেও পরবর্তীতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে আবারো একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। ওই মামলায় আবারো খালাস পেলে রায়ের কপিসহ বীর মুক্তিযোদ্ধ ওয়ারেছ আলী প্রধান তার চাকরি ফিরে পাওয়ার জন্য রেলওয়ে পশ্চিমের ডিজি বরাবর আবেদন করেন। তৎকালীন রেলওয়ে পশ্চিমের ডিজি তাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য রেলওয়ে পশ্চিমের জিএমকে নির্দেশ দেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকরিতে পুনর্বহাল না করে ফেরত দেয়া হয়েছে বলে এ বীর মুক্তিযোদ্ধার অভিযোগ।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান চাকরি হারানোর পর চাকরি ফিরে পেতে একদিকে মামলার খরচ, অন্যদিকে বাড়ি-ঘর ও বসতভিটাসহ সমস্ত সম্পত্তি নদীগর্ভে বিলীন হওয়ায় নিঃস্ব হয়ে পড়েন।
চাকরি হারানো বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান জানান, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার চাকরি ফিরে পেতে তার সাথে দেখা করে প্রার্থনা জানিয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। তার আদর্শের সংগঠন আওয়ামী লীগকে মনেপ্রাণে বিশ্বাস করি এবং ভালোবাসি। সে কারণে আমার জীবনে অনেক ঘাত-পত্রিঘাত সহ্য করেছি। এখনো করছি। আমার চাকরিটাও হারিয়েছি একই কারণে। এখন বয়স হয়েছে, চাকরিটা ফিরে পেলে এই শেষ বয়সে নিজের চিকিৎসা আর পরিবার-পরিজন নিয়ে বাকি সময়টুকু শান্তিতে বেঁচে থাকতে পারব।
এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার
Link Copied