ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মান্দায় খালের পাড় কেটে নেয়া হচ্ছে ইটভাটায়


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৫:৩৮

নওগাঁর মান্দায় সরকারি খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিক আব্দুল খালেক। বুধবার (৬ এপ্রির) সকালে সরেজমিন গেলে উপজেলার কাশোপাড়া ইউপির সিংগী হাট সংলগ্ন খালের পাড় কেটে নিয়ে যেতে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সরকারি খালের পাড় কেটে নিয়ে যাচ্ছেন খালেক। এতে  সংশিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই ।

জানা গেছে,  গত ২০১৬-১৭ অর্থবছরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মেসার্স ফারুক এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এই খালটি সংস্কার করে। খালটির ভূউপরিস্থ পানি বৃদ্ধি, সেচ সুবিধা ও জলাবদ্ধতা দূরীকরণে সংস্কার করা হয়। অথচ সংস্কারের কয়েক বছরের মাথায় কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে খালের পাড় কেটে নিয়ে যাওয়া হচ্ছে ভাটায়। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি খালের পাড়ে ভেকু মেশিন বসিয়ে  ট্রাক্টরে করে মাটি বহন কো হচ্ছে। এভাবে মাটি কর্তন করলে বিলুপ্তি ঘটবে খালটির। অপরদিকে মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা-পাকা রাস্তাঘাট। ধুলা-বালিতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষজনের। কোনো নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে খালের পাড় কেটে নিয়ে যাচ্ছেন তিনি।  

স্থানীয়রা জানান, কৃষিজমিতে সেচ কাজের জন্য কয়েক বছর আগের খালটি সংস্কার করা হলেও সম্প্রতি আব্দুল খালেক খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটায়। এতে কৃষকদের গরু-ছাগলের জন্য চারণভূমি নষ্ট হচ্ছে। এছাড়াও খালের পাড়ঘেঁষা যে গাছের ছায়ায় বসে কৃষকরা তাদের ক্লান্তি দূর করেন, সেটি কৃষকের ভাগ্যে আর জুটবে না। খালটির পাড় কেটে নিয়ে যাওয়ার ফলে বৃষ্টির পানিতে ভেঙে যাবে কৃষিজমি। এতে অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।

 স্থানীয়রা আরো জানান, খালের পাড়ঘেঁষা জমির মালিকদের জমি বৃদ্ধির প্রলোভন দেখিয়ে পাড় কেটে  নিয়ে যাচ্ছেন ভাটায়। এতে কিছু কৃষকের জমি বৃদ্ধি হলেও অধিকাংশ কৃষকের জমি হুমকির মুখে পড়বে। অচিরেই কর্তনকৃত খালের পাড় পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মাটি ব্যবসায়ী ভাটা মালিক আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যায় দেখা করেন, আপনাদের ব্যবস্থা কো হবে।

এ বিষয়ে বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, খালটি সংস্থারের পর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন দেখভালের দায়িত্ব  তাদের। 

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি জানান, খালের পাড় কাটার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন