ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মান্দায় খালের পাড় কেটে নেয়া হচ্ছে ইটভাটায়


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৫:৩৮

নওগাঁর মান্দায় সরকারি খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিক আব্দুল খালেক। বুধবার (৬ এপ্রির) সকালে সরেজমিন গেলে উপজেলার কাশোপাড়া ইউপির সিংগী হাট সংলগ্ন খালের পাড় কেটে নিয়ে যেতে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সরকারি খালের পাড় কেটে নিয়ে যাচ্ছেন খালেক। এতে  সংশিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই ।

জানা গেছে,  গত ২০১৬-১৭ অর্থবছরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মেসার্স ফারুক এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান এই খালটি সংস্কার করে। খালটির ভূউপরিস্থ পানি বৃদ্ধি, সেচ সুবিধা ও জলাবদ্ধতা দূরীকরণে সংস্কার করা হয়। অথচ সংস্কারের কয়েক বছরের মাথায় কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে খালের পাড় কেটে নিয়ে যাওয়া হচ্ছে ভাটায়। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি খালের পাড়ে ভেকু মেশিন বসিয়ে  ট্রাক্টরে করে মাটি বহন কো হচ্ছে। এভাবে মাটি কর্তন করলে বিলুপ্তি ঘটবে খালটির। অপরদিকে মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা-পাকা রাস্তাঘাট। ধুলা-বালিতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষজনের। কোনো নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূতভাবে খালের পাড় কেটে নিয়ে যাচ্ছেন তিনি।  

স্থানীয়রা জানান, কৃষিজমিতে সেচ কাজের জন্য কয়েক বছর আগের খালটি সংস্কার করা হলেও সম্প্রতি আব্দুল খালেক খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটায়। এতে কৃষকদের গরু-ছাগলের জন্য চারণভূমি নষ্ট হচ্ছে। এছাড়াও খালের পাড়ঘেঁষা যে গাছের ছায়ায় বসে কৃষকরা তাদের ক্লান্তি দূর করেন, সেটি কৃষকের ভাগ্যে আর জুটবে না। খালটির পাড় কেটে নিয়ে যাওয়ার ফলে বৃষ্টির পানিতে ভেঙে যাবে কৃষিজমি। এতে অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।

 স্থানীয়রা আরো জানান, খালের পাড়ঘেঁষা জমির মালিকদের জমি বৃদ্ধির প্রলোভন দেখিয়ে পাড় কেটে  নিয়ে যাচ্ছেন ভাটায়। এতে কিছু কৃষকের জমি বৃদ্ধি হলেও অধিকাংশ কৃষকের জমি হুমকির মুখে পড়বে। অচিরেই কর্তনকৃত খালের পাড় পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মাটি ব্যবসায়ী ভাটা মালিক আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যায় দেখা করেন, আপনাদের ব্যবস্থা কো হবে।

এ বিষয়ে বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, খালটি সংস্থারের পর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন দেখভালের দায়িত্ব  তাদের। 

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি জানান, খালের পাড় কাটার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আবারও পদত্যাগ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগে, দল ছাড়লেন আরও দুই শীর্ষ নেতা

সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের বড়দিন শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মো: খলিলুর রহমান আর নেই

কুলাউড়ায় পিকআপের ধাক্কায় সড়কেই দুই মোটরসাইকেল আরোহী নিহত

চউকে স্বজনপ্রীতির নিয়োগ বাণিজ্য, আদালতের আদেশ উপেক্ষিত

অষ্টগ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা

তিন বছর আগে দুর্ঘটনা, আজও পঙ্গু:মনপুরার চালকের বেদনাদায়ক জীবন

তানোরে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে সেচ বানিজ্য

চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী

তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা