মান্দায় শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ইউপি সদস্যের জুতাপেটা

নওগাঁর মান্দায় তিন শিশু বাচ্চাকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত ব্যক্তিকে জুতাপেটা ও কান ধরে উঠবস করে মীমাংসা করিয়ে দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। ইউপি সদস্য শামসুল হক উপজেলার গণেশপুর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য। ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশপূর ইউপির পারইল হঠাৎপাড়া গ্রামে।
গোপনে সালিশে মীমাংসা করে দেয়ার পর থেকে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহলের জোর তদবির চলছে বলে অনেকে জানান। এ ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও তাদের ভয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী পরিবার। ইউপি সদস্য শামসুলের ক্ষমতার দাপটে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযুক্ত ব্যক্তি আব্দুল আজিজ (৪৫) পারইল মধ্যপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ইউপি সদস্য শামসুল হকের ছোট ভাই বলে জানা গেছে।
সরেজমিন জানা গেছে, গত ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি আব্দুল আজিজ প্রথম শ্রেণি পড়ুয়া তিন শিশু বাচ্চাকে ৫ টাকার প্রলোভন দিয়ে ধানক্ষেতের মাঠে নিয়ে যায়। সেখানে কৃষকদের বিশ্রামাগারে নিয়ে প্যান্ট খুলে নোংরামি ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাচ্চাদের চিৎকারে অভিযুক্ত ব্যক্তি ভয়ে বাচ্চাদের ছেড়ে দেয়। এ কথা যাতে বাড়িতে না বলে সেজন্য বাচ্চাদের শাসিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এদের মধ্যে একটি বাচ্চা তার মাকে ঘটনাটি জানিয়ে দেয়। এরপর অপর দুই বাচ্চাকে জিজ্ঞাসা করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলে, ৫ টাকার নোট দিয়ে আমাদের ডেকে নিয়ে খারাপি করেছে। পরে আমরা কান্নাকাটি করলে ছেড়ে দেয়।
বিষয়টি জানার পর বাচ্চার অভিভাবকরা স্থানীয় ইউপি সদস্য শামসুল হককে জানালে তিনি মীমাংসা করে দেবেন বলে আশ্বস্ত করেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে ইউপি সদস্য রাতারাতি বাচ্চাদের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের সামনে অভিযুক্ত আব্দুল আজিজকে জুতাপেটা ও কান ধরে উঠবস করে মীমাংসা করে দেন। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ভুক্তভোগী পরিবারটি গরিব-অসহায় এবং সরকারি জমিতে বসবাস করে। তারা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের কিছু করার মতো শক্তি বা ক্ষমতা নেই। এজন্য অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় সালিশ করে ঘটনাটি ধামাচাপা দিয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য শামসুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ক্ষমতায় আমি বিচার করেছি। আপনাদের যা করার তাই করেন। মাদ্রাসা সুপার আব্দুর রাকিবের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে গণেশপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের কর্মকর্তা মান্দা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ঘটনাটি জেনেছি। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু বাচ্চা ধর্ষণচেষ্টার ঘটনায় ইউপি সদস্য বিচার করতে পারেন কিনা- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সালিশ-বিচার তিনি করতে পারেন না।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, শিশু নির্যাতন ঘটনার বিচার ইউপি সদস্য করতে পারেন না।
এমএসএম / জামান

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী
