ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ এখন গরিবের দেশ নয় : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৩:২৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আগে অনেক দেশের মানুষ বাংলাদেশকে নিয়ে হাসি ঠাট্টা করত। বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে এখন আগের থেকে ভালো অবস্থানে আছে। বাংলাদেশ এখন আর গরীবের দেশ নয়। উন্নয়নশীল দেশের তালিকায় লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের নাম। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ, বিভিন্ন ধরনের ভাতার বিষয়টি শেখ হাসিনার সরকার নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, বিশ্বের সকল দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে। কারণ শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশে এখন খাদ্য ঘাটতি নেই। দেশের কৃষি খাতকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সাধারণ কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে বাংলাদেশে খাদ্য রপ্তানি করবে। ইতিমধ্যে অনেক খাদ্য আমরা রপ্তানি শুরু করে দিয়েছে। 

আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদান করে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, পাহাড়,বন ও প্রাকৃতিক সম্পদ কে রক্ষা করতে না পারলে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করা যাবে না। তাই জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে পাহাড়, বন, জঙ্গল সহ প্রাকৃতিক সম্পদকে রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন= ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উন্নয়ন সহায়তার আওতায় উপজেলায় কৃষকদের মাঝে  ৪ টি কম্বাইন হারভেস্টার ও ২টি পাওয়ার থ্রেসার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ১৮০০ জন্য কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান

সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

‎শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প