ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পলাশবাড়ীতে শ্রমিক দল নেতা হলো উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১২:৪১
জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শুধাংশু কুমার রায়ের স্বাক্ষরিত দলীয় পত্রে পলাশবাড়ী উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় পত্রমতে জানানো হয়, সংগঠনটি চলমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে নবগঠিত কমিটির অনুমোদন করা হয়েছে৷ গত ১১ এপ্রিল সোমবার এ কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। 
 
এ কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবুকে। এছাড়াও কমিটিতে ৬ জনকে যুগ্ম-আহ্বায়ক ও বাকি ১৪ জনকে সদস্য করা হয়েছে। এ কমিটি ১নং যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সুরুজ হক লিটনকে, যিনি শ্রমিক দলের গাইবান্ধা জেলা শাখার ৫ সহ-সাধারণ সম্পাদকদের একজন ছিলেন এবং পলাশবাড়ী উপজেলা শাখার জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সক্রিয় সদস্য। তার নামে পলাশবাড়ী থানায় একাধিক নাশকতা, সহিংসতা ও পুলিশের ওপর হামলার মামলা চলমান রয়েছে। এছাড়া একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা, দলীয় অফিস ভাংচুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাকোয়াতজ্জামান বাবু চেয়ারম্যানের ওপর হামলাকারীদের সে সময়ের গডফাদারখ্যাত সুরুজ হক লিটন।
 
এছাড়া প্লাবন হত্যা মামলার জেলা দায়রা জজ আদালতের রায়ে যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি ও লুপু হত্যা মামলার আসামি, যে মামলাগুলো এখনো চলমান। চতুর এ ব্যক্তি রাজনৈতিক সব আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান পলাশবাড়ী উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক হলেন। 
 
বিষয়টি মানতে কষ্ট হওয়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা নব্য আওয়ামী লীগারের অনুপ্রবেশ রোধে ও উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
 
উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত বলেন, বর্তমান কমিটির বিষয়ে জেলা শাখার নেতৃবৃন্দ কোনো সমন্বয় করেননি। তারা মনগড়া কমিটি দিয়েছেন।
 
এ বিষয়ে জানতে জাতীয় শ্রমিক লীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শুধাংশু কুমার রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়া যায়।
 
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন চ্যালেঞ্জ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশপত্র দেয়া হয়নি।
 
তিনি আরো বলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগে যে নব্য অনুপ্রবেশ তা মেনে নেয়ার মতো নয়। আমরা ভুলে যাইনি মানবপ্রাচীরের হামলার সেদিনের কথা। এর প্রতিবাদ জানাব এবং উক্ত কমিটি বাতিলের আহবান জানাব।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
এদিকে জেলা শ্রমিক দলের নেতা কাজী ফকু দৈনিক সকালের সময়ের প্রতিনিধিকে জানান, পলাশবাড়ীর শ্রমিক নেতা সুরুজ হক লিটন জাতীয়তাবাদী শ্রমিক দলের গাইবান্ধা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন।
 
পলাশবাড়ী বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, তিনি উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য ছিলেন।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার