তাড়াশে ঐতিহ্যবাহী ভাদাই মেলা

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহ্যবাহী ভাদাই মেলা আগামী ১৫-১৭ এপ্রিল শুক্রবার হতে রবিবার পর্যন্ত হতে যাচ্ছে। প্রাচীনকাল থেকেই উপজেলা বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এলাকার মুরব্বীদের নিকট থেকে জানা গেছে, এই চাঁদের পুর্নিমা রাতে জমিদার আমলে গড়ে উঠা চলনবিলের ঐতিহ্যবাহী ভাদাই মেলা প্রতি বছর হয় । কোভিট ১৯ মহামারী করোনার কারনে গত ২ বছর এই মেলা বন্ধ থাকা পর এবার হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী ভাদাই মেলা যা বর্তমান বারুহাস মেলা নামে পরিচিত। এর অবস্থান তাড়াশ উপজেলার ১০ কিলোমিটার পশ্চিমে ও সিংড়া উপজেলার ১৫ কিলোমিটার পূবে বারুহাস গ্রামে।
সিরাজগঞ্জ ,পাবনা,বগুড়া ও নাটোর জেলার পাশর্^বর্তী জনগন এই মেলা আসাকে কেন্দ্র করে ১ মাস আগে থেকেই বাড়িতে বাড়িতে লেপা ,পরিস্কার পরিচ্ছন্ন , খৈ মুড়ি,ঝুড়ি ভাজার কাজে ব্যস্ত হয়ে পরতো। প্রত্যেকেই নিজ নিজ আত্মীয় স্বজনদের দাওয়াত করা, জামাই ঝি আনাসহ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, স্বাধীনতার পর থেকে থেকে ৯০ দশক পর্যন্ত এ মেলার আসা উপলক্ষে জনগনের মাঝে উৎসব,উদ্দিপনা সৃষ্টি হতো। যুবক ছেলে মেয়েদের মনে আনন্দ হতো। কারণ এ মেলায় সার্কাস,যাত্রাভিনয়,নাগোর দোলা,বাইসস্কোপ,ঘোড়ার দৌড়সহ নানা আয়োজন হতো। ছোট ছেলেরা ঘুড়ি কিনে আকাশে উড়ানোর অপেক্ষায় দিন গুনতো। আর ছোট মেয়েরা খেলনা হাড়ি পাতিল কিনে বান্ধবীদের সাথে খেলবে এই অপেক্ষায় প্রহর গুনে গুনে থাকতো। অনেক দুর দুরান্তের জনগন ও শৌখিন দর্শনার্থীরা মহিষ ও গরুর গাড়ীর বহর নিয়ে মেলায় এসে তাদের প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করে নিয়ে যেত।
মেলার আশে পাশের স্থানীয় সুত্রে এসব তথ্য জানা গেছে ,বারুহাস মেলা ছিল আশে পাশের সকল গ্রামের মানুষের সব চেয়ে বড় উৎসব। জামাইদের উপঢোকন দেওয়া ছিল এ মেলার সব চেয়ে বড় ঐতিহ্য। শশুড় বাড়ির উপঢোকন পেয়ে জামাইরা মাছ,মাংস ও রঙিন হাড়িতে মিষ্টি কিনে শশুড় বাড়িতে ফিরতেন। এ জন্য এই মেলা জামাই মেলা নামেও পরিচিত হয়ে উঠেছিল। এছাড়াও প্রাত বাড়িতে বাড়িতে আগামী ১ বছরের জন্য সংসারের সকল জিসিনপত্র কিনে রাখতেন। কিন্তু ২০০০ সালের পর থেকে মেলার গতিশীলতা ধীরে ধীরে কমতে থাকে। এখন মেলার জৌলুস একেবারেই কমে গেছে। সেই মেলার উৎসব শুধু এখন বারুহাস সহ আশেপাশের গ্রাাম কেন্দ্রিক হয়ে গেছে। এছাড়াও মেলার নির্ধারিত জায়গা সংকট, পৃষ্ঠপোষকতার অভাব সহ নানা কারনে এ মেলার অবস্থান দিন দিন হারিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় প্রায় ২শ বছরের এই ঐতিহ্যকে ধরে রাখাই কঠিন হয়ে পড়বে।
এমএসএম / এমএসএম

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ

টেকনাফে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাজশাহীতে আজকের দর্পণ'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে পুলিশে চাকরি

বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিপাকে আগাম সবজি চাষীরা কুড়িগ্রামে সার ও বীজ সংকট
