ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে মোট ৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে জেলাজুড়ে ১০১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭২ জন জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
সবচেয়ে বেশি প্রার্থী জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫ জন এবং সবচেয়ে কম ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এই আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান, স্বতন্ত্র জেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বহিষ্কৃত ইকবাল চৌধুরী, খেলাফত মজলিসের এস.এম. শহিদউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হোসাইন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ.কে.এম. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ এ.কে. একরামুজ্জামান সুখন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট মাওলানা ইসলাম উদ্দিন দুলাল, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শাহআলম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ইঞ্জিনিয়ার শরীফ মৃধা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ): এই আসনে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস. এন. তরুণ দে, জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, এনসিপির আশরাফ উদ্দিন মাহদী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) জেলা কমিটির সদস্য মাওলানা নেছার আহমেদ ও খেলাফত মজলিশ আবুল ফাহাহ মো. মাসুক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মাঈনউদ্দিন, আম জনতার দলের শরিফা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর): এই আসনে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, খেলাফত মজলিশের হাফেজ মো. এমদাদ উল্লাহ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আয়েশা আক্তার, জাতীয় পার্টির অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামের মো. জোনায়েদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম,স্বতন্ত্র মো. ওমর ইউসুফ খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, এনসিপির আতাউল্লাহ, স্বতন্ত্র মো. কাজী জাহাঙ্গীর ও আরিফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের মুহাম্মদ মুহসিনুল হাসান।
আরও পড়ুন: কনকনে শীতের রাতে ২ শিশুকে রাস্তায় ফেলে গেল বাবা-মা!
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): এই আসনে ১০ জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হাফেজ আলম, এনসিপির প্রকৌশলী আমিনুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ অ্যাডভোকেট রাফি উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, জাতীয় পার্টির মো. জহির উদ্দিন খান, গন-অধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামের আতাউর রহমান সরকার।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): এই আসনে ১১জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জামায়াত ইসলামী অ্যাডভোকেট আব্দুল বাতেন জাতীয় পার্টির কামরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির মনোনীত কমরেড শাহীন খান, গণ-সংহতি আন্দোলনের নাহিদা জাহান, ইসলামী আন্দোলন নজরুল ইসলাম নজু, খেলাফত মজলিসের আমজাদ হোসাইন, স্বতন্ত্র হেফাজতে ইসলাম মাওলানা মোদ্দাছির আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ আশরাফুল হক, স্বতন্ত্র প্রাথী মুছা সিরাজী।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর): এই আসনে ১৫ জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির জোটের প্রার্থী হিসেবে গণ-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, স্বতন্ত্র প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মো. মেহেদী হাছান পলাশ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য দেওয়ান মো. নাজমুল হুদা, জাতীয় পার্টির জেসমিন নুর পিয়াংকা, গণ-অধিকার পরিষদ শফিকুল ইসলাম শুভ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মো. আবু নাসের, বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদ মহসীন, ন্যাশনাল পিপলস পার্টির মো. সফিকুল ইসলাম সবুজ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেএম জাবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহ মুর্তজা আলী, স্বতন্ত্র প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামাল, স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া
চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫
শালিখায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল
রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল
বরগুনার দুটি আসনে ১৮ জনের মনোনয়নপত্র জমা