পুলিশ হেফাজতে মৃত্যু, হাসপাতালে স্বজনদের আহাজারি

লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় চলমান বৈশাখী মেলার পার্শ্ববর্তী জুয়ার আসরে ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশ। এরমধ্যে পুলিশ হেফাজতে রবিউল (২৫) নামে একজনের মৃত্যু হয়। মৃত্যুর খবরে হাসপাতালে স্বজনরা আহাজারি করতে থাকে। এ ঘটনার পর জেলার মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় পুলিশের একটি গাড়িও ভাংচুর করেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের চরকেরথান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকের পরপরই ঘটনাস্থলে রবিউল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্থানীয়রা জানান, উপজেলার হিরামানিক এলাকার বৈশাখী মেলায় জুয়া খেলা চলছে- এমন খবরে পুলিশ মেলায় অভিযান চালালে জুয়াড়িরা দিগ্বিদিক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মহেন্দ্রনগর কাজীর চওড়া এলাকার দুলাল খানের ছেলে রবিউল খান (২৫) এবং দক্ষিণ হিরামানিক এলাকার মৃত রসনির ছেলে প্রহ্লাদ রায়কে জুয়া খেলার অভিযোগে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পুলিশ আটক দুজনকে ভ্যানে উঠানোর চেষ্টা করলে রবিউল ভ্যানে উঠতে রাজি হয়নি। পরে তাকে ঘটনাস্থলে নির্যাতন করা হয় এবং সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ রবিউলকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা মনসুর আলী জানান, রবিউল জুয়া খেলার সাথে জড়িত নয়। বৈশাখী মেলা দেখতে গিয়েছিল সে। মেলার পাশে জুয়া চলছিল। পুলিশ জুয়াড়িদের ধরতে ধাওয়া করে এবং জুয়াড়িরা পালিয়ে যায়। এ সময় মেলায় ঘুরতে যাওয়া রবিউলসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে রবিউল পুলিশের ভ্যানে উঠতে না চাওয়ায় বেদম মারপিট ও লাথি মারে পুলিশ। এতে মাটিতে পড়ে যায় রবিউল। এ সময় পুলিশের নির্যাতন রবিউলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ হেফাজতে বরিউলের মৃত্যুর খবর রাত দেড়টার দিকে ছড়িয়ে পড়লে তার স্বজনা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতালএলাকায় স্বজনদের মাতম করতে দেখা যায়।
এদিকে রবিউলের মৃত্যুর খবরে রাত ২টার পর থেকে উপজেলার মহেন্দ্রনগরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। সড়ক অবরোধকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা পুলিশের একটি গাড়িও ভাংচুর করেন। পরে ভোর ৪টার দিকে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম অবরোধকারীদের তদন্ত অনুযায়ী ব্যবস্থ নেয়া হবে জানালে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মেলায় জুয়া খেলা চলছে- এমন খবরে পুলিশ অভিযান চালায় এবং দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থানায় আনার সময় একজন অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য সরাসরি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে সে মারা যায় সন্দেহ হলে আবারো তাকে ডাক্তার দেখানো হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
Link Copied