ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মান্দায় ভুল অপারেশনে রোগীর মৃত্যু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ২:৬

নওগাঁর মান্দায় ভুল অপারেশনে সোহাগী বেগম (৩২) নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত সোহাগী বেগম উপজেলার ভারশোঁ ইউপির মৎস্যজীবীপাড়া গ্রামের হায়দার আলীর (কারেন্ট) স্ত্রী।

জানা গেছে, নিহত সোহাগী বেগম জরায়ু অপারেশনের জন্য গত শুক্রবার (১৫ এপ্রিল) উপজেলার দেলুয়াবাড়ি বাজারে অবস্থিত রোগমুক্তি ক্লিনিকে ভর্তি হন। ভর্তির পর ওইদিন রাতেই সোহাগীকে আখেরুজ্জামান রবি নামে এক ডাক্তার অপারেশন করেন। অপারেশনের পর থেকে ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় শনিবার (১৬ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ার ভয়ে সোহাগীর মৃতদেহ কৌশলে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা আফছার হাজীর মধ্যস্থতায় ক্লিনিকের মালিক আমিনুল ইসলাম রোগীর স্বজনদের ম্যানেজ করার চেষ্টা করেন। একপর্যায়ে রোগীর স্বজনদের সহায়তার আশ্বাস প্রদান করে ‘ভাগ্যে এ রকম আছে’ বুঝিয়ে লাশটি দাফন করতে বলেন। এছাড়াও থানায় অভিযোগ হলে লাশটি কাটাছেঁড়া হবে, লাশের আজাব বলে রোগীর স্বজনদের বুঝ দেন।

আরো জানা গেছে, উপজেলা সদরের প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিক থেকে দুই সপ্তাহ পূর্বের রিপোর্ট দেখে সোহাগীকে অপারেশন করেন রোগমুক্তি ক্লিনিকের ডাক্তার।

নিহতের প্রতিবেশীরা জানান, নামে-বেনামে গড়ে ওঠা ক্লিনিকের ডাক্তার ও মালিকরা কসাই হয়। কিছু টাকার লোভে আশঙ্কাজনক জেনেও রেফার না করে অপারেশন করে থাকেন। দুই সপ্তাহ পূর্বের রিপোর্ট দেখে অপারেশন করা ডাক্তারের মোটেও ঠিক হয়নি। ফলে অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ। নিহত সোহাগীর দুই সন্তান এখন এতিম হয়ে গেল। এ ঘটনায় ক্লিনিকটির মালিকের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করেননি। তবে এরকম ভুল অপারেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

এ ব্যাপারে নিহত সোহাগীর শ্বশুর রজব আলী জানান, মারা যাওয়ার পর আফছার হাজী এবং ক্লিনিকের মালিক আমিনুল ইসলাম এসে লাশ দাফনের জন্য ১ হাজার ৫০০ টাকা দেন এবং মিলাদ করার জন্য এক বস্তা চাল ও আলু দিতে চেয়েছেন। তিনি আরো জানান, লাশটি কাটাছেঁড়ার ভয়ে আমরা অভিযোগ করিনি, ভাগ্যে ওেপর ছেড়ে দিয়েছি। 

মৃত্যুর বিষয়ে রোগমুক্তি ক্লিনিকের মালিক আমিনুল ইসলাম অপারেশনের পর রোগী মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে  বলেন, সোহাগী অপারেশনের পর ঋণের টাকার চিন্তায় স্ট্রোক করে মারা গেছেন। ক্লিনিকটি ধরে রাখতে ও খরচ জোগাতে মাঝে মাঝে অপারেশন করে থাকি। সোহাগীর অপারেশন বাবদ মাত্র ৮ হাজার টাকা মিটে ছিল। দুই সপ্তাহ আগের রিপোর্ট দেখিয়ে অপারেশন করার বিষয়টি জানতে চাইলে তিনি তার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে ডাক্তার আখেরুজ্জান রবি জানান, অপারেশনের পর তিন ঘণ্টা  আমার দায়িত্ব ছিল। এরপর কিছু হলে তার দায়ভার আমার নয়।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, দুই সপ্তাহ আগের রিপোর্ট যদি ভালো থাকে সেক্ষেত্রে অপারেশন করতে পারেন। তবে অপারেশনের আগেই রিপোর্ট করা সবথেকে ভালো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন