ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

হাকালুকি হাওরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষকরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৪-২০২২ দুপুর ২:১৮

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিস্তৃত শস্যভাণ্ডার খ্যাত দেশের বৃহৎ হাকালুকি হাওর। এ হাওরের পাশাপাশি পুরো উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে। এ অঞ্চলে কৃষিপ্রধান অর্থকরী ফসল হিসেবে বোরো ধান কৃষকদের অন্যতম ভরসা।

হাকালুকি হাওরপাড়ে বোরো ধান কাটায় বেড়েছে কৃষকদের ব্যস্ততা। হাওর এলাকাজুড়ে এখন বোরো ধান কাটা ও মাড়াইর কাজ চলছে পুরোদমে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষকরা জানিয়েছেন, অতিরিক্ত খরা ও ছত্রাকজনিত রোগের কারণে ধানে চিটা দেখা দিয়েছে। অন্যদিকে ধানে চিটা দেখা দিলেও এতে মূল লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস।

সরজমিন শুক্রবার (২২ এপ্রিল) হাকালুকি হাওরের বিভিন্ন অংশে কৃষকদের সাথে আলাপকালে তারা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন বেশ ভালো হলেও ধানে ব্যাপক চিটা দেখা দিয়েছে। পাহাড়ি ঢল আসার আগেই হাওরের ধান ঘরে ওঠানো সম্ভব হবে বলে তারা জানান।

এ সময় তারা আরো বলেন, আর এক সপ্তাহ সময় পেলে পুরো হাওরের ধান ঘরে তোলা যাবে।

তবে ধানের ফলন ভালো হলেও ধানের ন্যায্যদাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির মাধ্যমে বোরো ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন কৃষিবিদরা।

হাওর এলাকা ঘুরে আরো দেখা যায়, হাকালুকি হাওরের বুকে ধান আর ধান। যেদিকে দুই চোখ যায় শুধু পাকা ধানের সমাহার। মিষ্টি রোদের হালকা বাতাসে দোল খাচ্ছে কৃষকদের সোনার ফসল। বিস্তীর্ণ মাঠের  সোনালি ফসল কৃষকরা কাঁচি হাতে কাটতে শুরু করেছেন। তবে অকাল ঢলের ভয়ে কৃষকদের মনে অজানা আতঙ্ক কাজ করছে। তাইতো কালবিলম্ব না করে ধান কাটা ও মাড়াইয়ের পর শুকানো, সেই সাথে তা ঘরে ওঠাতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এদিকে, শ্রমিকদের পাশাপাশি কৃষকরা কম্বাইন হারভেস্টর ব্যবহার করে অতিসহজেই ধান কাটছেন। কম্বাইন হারভেস্টরের মাধ্যমে অল্প সময় ও কম খরচে ধান সংগ্রহ করতে পারছেন কৃষকরা।

হাওরপাড়ের কৃষক শামসুল ইসলাম জানিয়েছেন, আরো অন্তত এক সপ্তাহ সময় পেলে হাওরের পুরো ধান কাটা সম্পন্ন হয়ে যাবে। এ সময় তিনি বলেন, ধান কাটা শুরু হলেও  ধানের ন্যায্যদাম পাওয়া নিয়ে সবাই চিন্তিত ও হতাশায় রয়েছেন। রাত-দিন পরিশ্রম করে ধানের আবাদ করতে হয়। ধান লাগানোর পর নিয়মিত পরিচর্যাও করতে হয়। তেল-সারের দাম বৃদ্ধিতে গতবারের চেয়ে এ বছর খরচটা বেশি হচ্ছে। ন্যায্যদাম না পেলে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। তাই সরকারের কাছে বোরো ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কৃষক মো. মনাফ মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর হাওরে বোরোর ভালো ফলন হয়েছে। আশা ছিল ধানের বাম্পার ফলনের। কিন্তু ধানগাছে ধান আসার আগেই টানা খরার কারণে অনেক চিটা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ৫ হাজার ৮০০হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড জাত, টিয়া, রুপালি, উফশী, ব্রিধান-২৯, ব্রিধান-২৮, ব্রিধান-৮৯, বিআর-১৪, বিআর-৯২ জাতের ধানসহ অন্যান্য জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বোরো ধান চাষে কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ইতোমধ্যে বোরো ধানের ভালো ফলন হয়েছে। উন্নত কৃষিযন্ত্র ব্যবহারের ফলে কৃষকরা সহজেই ধান ঘরে তুলতে পারছেন। চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলনের ফলে মোট উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, জেলার প্রতিটি উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধানের আবাদ করা হয়েছে। জেলার বোরোচাষিদের প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সারসহ সব ধরনের সরকারি সহায়তা করা হয়েছে। খরা আর ছত্রাকজনিত ব্লাস্ট রোগের উপস্থিতির কারণে ধানের কিছুটা ক্ষতি হলেও এতে মূল লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না।

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত