উলিপুরে জমজমাট ঈদের বাজার, অধিক আয়ের সম্ভাবনা

উলিপুরের গুরুত্বপূর্ণ বড় বড় দোকান গুলোতে ঘুরে দেখা যায়, বাহারি নামে নানা রঙের-ডিজাইনের পোশাকে পোশাকে ছেয়ে আছে দোকান গুলো। নারী-পুরুষ ও শিশুদের পোশাকগুলোতে সংযুক্ত করা হয়েছে নামি, দামি, তারকাদের নাম। কোনটা আবার কাঁচা বাদাম নামেও ক্রেতাদের আকৃষ্ট করেছে। উলিপুরের খুচরা ও পাইকারি প্রসিদ্ধ ঈদ মার্কেটে আল আমিন ফ্যাশন এর সত্ত্বাধিকারি রেজাউল ইসলাম বলেন, গত দুই বছরের তুলনায় এবার বিক্রি একটু ভালো, দেনা, পাওনা, দিয়ে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চাই। উলিপুরে ব্যস্ততম ঈদ মার্কেট মানেই মন্ডল মার্কেট। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। রংধুনু ফ্যাসনে এ এসেছে বাহারি রকমের ঈদ পোশাক। কোথাও যেন তিল ধারনের ঠাঁই নেই। শাড়ী, থ্রি পিচ, পাঞ্জাবী, প্যান্টসহ শিশুদের পোশাকে পরিপূর্ণ প্রত্যেকটি শপিংমল। কয়েকজন ক্রেতা জানান, পরিবার পরিজন নিয়ে ভালোই কেনাকাটা করছেন এবার ঈদ মার্কেটে।
মন্ডল মার্কেটের শাড়ির দোকানগুলোতে ঈদকে ঘিরে এসেছে নামি-দামি ব্রান্ডের শাড়ি। এই মার্কেটের রানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শাহাদত হোসেন সাদা জানান, টাঙ্গাইলের জামদানি, সিল্ক, মসলিন, বেলগা কাতান এগুলোই ঈদ মার্কেটে বেশি বিক্রি হচ্ছে। দামও রয়েছে সহনীয় পর্যায়ে। টাঙ্গাইলের জামদানি ১ হাজার থেকে ১৪শ’টাকায়, মসলিনের শাড়ি ২ হজার থেকে ১২শ’ টাকায়, বেল্গাকাতান ২৫শ থেকে ১৫ হাজার টাকায়, ইন্ডিয়ান বাহা ১৫শ ১৭শ টাকা, ধুমকেতু শাড়ি ১৭শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আব্দুল হাকিম সুপার মার্কেটের মা বস্ত্রালয়, মার্ফি ড্রেস ফ্যাশন, এইচ ডি ফ্যাশনসহ নামি দামি শপিংমলে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের ওয়ান পিছ, টু পিছ, থ্রি পিছ, ফোর পিছ। হিন্দি ছবি ও সিরিয়ালের নায়ক নায়িকাদের নামে ব্যাপক বিক্রি হচ্ছে মেয়েদের এ সব পোশাকগুলো।
উলিপুর মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. রিয়াজুল হক জানান, এ মার্কেটের প্রতিটা দোকানেই প্রতিদিন বিক্রি বাড়ছে। চাঁদ রাতে আরও বেশি বিক্রি হবে। আশা করছি পরিবার পরিজন নিয়ে এ বছর ঈদ আমরা ভালোভাবে কাটাতে পারব।
এমএসএম / জামান

শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল ২ আসনের প্রার্থীর মতবিনিময়

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা
