পটুয়াখালীতে মানসিক ভারসম্যহীন ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

পটুয়াখালীতে মানসিক ভারসম্যহীন ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে তরঙ্গ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার (২৪ এপ্রিল) বিকেলে পটুয়াখালীর দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম, চৌরাস্তা ও পটুয়াখালী সেতুর নিচে আশ্রিত, অসহায় ছিন্নমূল মানুষের হাতে এ ইফতারসামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।ইফতারসামগ্রী পেয়ে খুশি এসব রোজাদার ব্যাক্তি।
দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, সংসার থেকে বিতাড়িত হয়ে আমরা ১৫ জন বৃদ্ধ এখানে বসবাস করি। কেউ আমাদের খবর রাখে না। আজ এই ছেলে-মেয়েরা আমাদের জন্য ইফতার নিয়ে এসেছে, আমরা খুব খুশি। দোয়া করি এরা যেন আরো ভালোভাবে কাজ করতে পারে।
সংগঠনের পটুয়াখালী জেলার সভাপতি জোবায়ারা রিয়া বলেন, আমরা বন্ধুরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এই সংগঠনের মাধ্যমে মানসিক ভারসম্যহীন মানুষদের খাবার দেই, তাদের চিকিৎসার ব্যাবস্থা করে থাকি। এই রোজার শুরু থেকে আমরা প্রতিদিন ৫০ জন ছিন্নমূল মানুষকে ইফতার করাচ্ছি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান ইসলাম রুদ্র দৈনিক সকালের সময়কে বলেন, তরঙ্গ সংগঠন একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। আজ এ সংগঠনের দুই বছর পূর্ণ হলো। আমরা করোনাকালীন সময়ের শুরু থেকে অবহেলিত মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছি। বরিশাল সিটি করপোরেশন থেকে প্রথম আমাদের কার্যক্রম শুরু হয়, যা এখন ১২টি জেলায় পরিচালিত হচ্ছে। বর্তমানে বরিশাল ও পটুয়াখালী জেলায় প্রতিনিয়ত একবেলা করে অবহেলিত মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) মানুষের মাঝে খাবার বিতরণ চলছে।
তিনি আরো বলেন, পটুয়াখালী ও বরিশালে প্রথম রমজান থেকেই ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার বিতরণ চলছে। বাকি ১০টি জেলায় সপ্তাহে এক দিন (শুক্রবার) আমরা অবহেলিত মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) মানুষের জন্য এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করে আসছি, যার পুরো অর্থায়নে ভলান্টিয়ার্সরাই, আমাদের সাথে কোনো দাতা সংস্থা এখনো যুক্ত হয়নি। সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে এ কাজ আরো প্রসারিত করতে পারব।
এ সময় তরঙ্গ সংগঠনের আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- বায়েজীদ চৌধুরী, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পরিচালনা পরিষদ, মৃদুল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা শাখা, হুমায়রা জান্নাত, অর্থ সম্পাদক, পটুয়াখালী জেলা শাখা, বনি আমিন রনি, সহ-সভাপতি, পটুয়াখালী জেলা শাখা। এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

রাজবাড়ী-মধুখালী রুটে ভাড়া নিয়ে বাস-অটো ইজিবাইক মালিক সমিতির দ্বন্দ্বে সড়ক অবরোধ

নিরাপদ মিরসরাই এর রুপরেখা উপস্থাপন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: সভাপতি জাকারিয়া, সম্পাদক ওয়াসিম

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

মহাষষ্ঠী আজ, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন — মামুনুর রশীদ

ধামরাইয়ে পূজা মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন, গ্রেপ্তার ৩
