নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে- নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হলে এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প কিছু নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে চট্টগ্রামের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের সফলতার গল্প বলতে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপমানসে বিএনপি নামক দলটি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদেরকে সর্বশক্তি দিয়ে মাঠে থাকতে হবে।
গত রোববার (২৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমানের উদ্যোগে গরীব, দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সদস্য মোঃ বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, নগর স্বেচ্ছাবেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, নঈম উদ্দীন খান, ওয়াহিদুল আলম শিমুল, সাইফুদ্দীন আহমেদ, মোঃ কায়সার, মোঃ কামরুজ্জামান, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দীন পারভেজ, ইয়াসির আরাফাত, আকতারুজ্জামান রুমেল, আতিকুর রহমান, মোঃ মাসুম, টিপু শীল জয়দেব, আলাউদ্দীন বাপ্পী, রাশেদুল আলম, ছাত্রনেতা অসিউর রহমান,শাফফাত বিন আমিন,অনিন্দ্য দেব প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে একই দিনে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের উদ্যোগে মাদারবাড়ি তালীমুল উম্মাহ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ক্লাব কর্মকর্তাদের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক সুলতান আহমদ সেলিম, সাইফুল্লাহ চৌধুরী, এছাক সর্দ্দার, সিজেকেএস কাউন্সিলর রায়হান রুবেল, ইকবাল হোসেন, আবদুল আজিজ, মহসিন সাজু, ফারুক রানা, আরাফাত, ইসমাইল, সানি, সাইমন আহ্বান সাহেদ, অভি, ইমন, শহিদ, আলামিন, মান্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা