মান্দায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে পুলিশের মামলা
নওগাঁর মান্দায় সরকারি কাজে বাধা ও লাঞ্ছিতের ঘটনায় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মণ্ডলকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) আটক ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে গত রোববার রাতে মান্দা থানার এএসআই নান্নু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ভালাইন ইউপির জামদই গ্রামের আব্দুর রহমান পিন্টু (৩৫), একই গ্রামের মাহাফুজুর রহমান (২০), গোড়রা গ্রামের মোশারফ হোসেন বাবু (৪২) এবং বৈদ্যপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২)। পুলিশের করা মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভালাইন ইউপির জামদই গ্রামে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করে রেখেছে প্রতিপক্ষের লোকজন এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে- এমন সংবাদে মান্দা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া সঙ্গীয় ফোর্সসহ আকবর আলীকে উদ্ধারের জন্য থানা থেকে জামদই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যপুর বাজারের চারমাথা মোড়ে পৌঁছলে ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তার কয়েকজন সহযোগী এএসআই নান্নু মিয়াকে দাঁড় করান। তারা জানতে চান এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? পথ আটকে চেয়ারম্যান ও তার সহযোগীদের এসব প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এএসআই নান্নু। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
মামলার বাদী এএসআই নান্নু মিয়া জানান, চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তার লোকজন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পথ আটকে ঘটনাস্থল জামদই গ্রামে যেতেও বাধা প্রদান করেন। পরে বিষয়টি ওসি স্যারকে অবহিত করা হলে থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে আমাকে উদ্ধার করে। ঘটনার পর চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভালাইন ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মণ্ডল জানান, এএসআই নান্নু ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝির জের ধরে সামান্য কথা কাটাকাটি হয়। এছাড়া অন্য কিছু ঘটেনি। এই কথা কাটাকাটির জেরে আমার বিরুদ্ধে পুলিশ মামলাটি করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে এএসআই নান্নু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
কুমিল্লা-৬ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দ্বীন মোহাম্মদ
মাগুরা-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন মনোয়ার হোসেন খান
সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরের মেধাবী শিক্ষার্থী তাপস্বী: অর্থের টানাপোড়েনে মেডিকেলে চান্স পেলেও ভর্তি অনিশ্চিত
তারাগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নাঙ্গলকোটে আগুনে পড়ে নিঃস্ব ইব্রাহীমের পরিবার
কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক
কুমিল্লা-০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়
ওসমান হাদিকে হত্যার পর গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে: নাসির উদ্দিন নাছির