চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের নতুন চক্র টেনশন গ্রুপ
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের নতুন চক্র টেনশন গ্রুপ নামের একটি নতুন সন্ত্রাসী গ্রপের ৯ সদস্যকে ব্যাব-৭ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রুপের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জায়গা দখল,অপহরণ, খুন, মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। টেনশন গ্রুপের কার্যক্রম নগরীর বায়োজিদ এলাকা থেকে নিয়ন্ত্রন হয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানায়। এ গ্রুপের ৯ সদস্যকে বায়োজিদ এলাকা থেকে গ্রেফতার করার পর তাদের গডফাদাররা আত্মগোপনে চলে যায়।
র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় বয়েজিদ বোস্তামীর টি-স্টলে গত ২৫ এপ্রিল অভিযান চালিয়ে বায়েজিদের মীরপাড়া এলাকার ওবায়দুল হকের পুত্র মো. রুবেল (২১), ভোলা জেলার লালমোহন এলাকার মোহাম্মদ রোস্তমের পুত্র মোশাকিল (২১), বরিশাল জেলার পাতারহাট এলাকার নাছির গাজির পুত্র মো. সাজিব (১৯), বাক্ষনবাড়িয়া জেলার নবীনগর এলাকার মৃত হাবিবের পুত্র মো. হৃদয় (২০), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোটপাড়া এলাকার দলিলুর রহমানের পুত্র মো. হাবিবুর রহমান (২৪), বায়েজিদ বার্মা কলোনির পুর্ব পাড়া এলাকার খোরশেদ আলমের পুত্র মো. সালাহ্উদ্দিন (১৯), একই থানার বাস্তুহারা এলাকার মো. মোহাম্মদ কুদ্দুসের পুত্র ওমর হাসান (১৯), মৃত সুলতান আহমদ্দের পুত্র মো. সাগর (১৯), বায়োজিদের আমিনকলোনির আব্দুল গফুরের পুত্র মোঃ সাঈদ আলম (১৯),কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ধারালো ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা নতুন সন্ত্রাসী গ্রুপ টেনশন গ্রুপের সক্রিয় সদস্য এবং মানুষজে জিম্মি করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেন। অভিযোগ উঠেছে টেনশন গ্রুপের সদস্যদের গডফাদার হচ্ছে বায়োজিদ পাঁচলাইশ জংগাল পাড়ার ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। তার কাজ হচ্ছে স্থানীয় থানা পুলিশকে প্রশাসন ম্যানেজ করা এবং তাদেরকে আইনী সহায়তা দেয়া। টেনশন গ্রুপের মূলহুতা ইকবালের নেতৃত্বে টেনশনগ্রুপের সদস্য আনোয়ার হোসেন সেন্টু, অন্তর, সম্রাট, ওসমানসহ কয়েক শতাধিক কিশোর গ্যাং সদস্য এবং টেনশন গ্রুপ মিলে হাজী পাড়া আলফা গার্মেন্টস নামের একটি পোষাক কারখানায় অস্ত্রসহ ঢুকে মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে এ সংক্রান্ত অভিযোগ কারখানার মালিকদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সিএমপি কমিশনারকে জানিয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। টেনশন গ্রুপের সেল্টারদাতা ইকবাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি এবং ম্যাসেজ দিলেও কোন রিপ্লাই দেয়নি। ইকবাল এক সময়ে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বায়োজিদ এলাকায় একাধিক জুয়ার ক্লাব পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে এলাকার স্থায়ীবাসিন্দা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা মোহাম্মদ এমরান জানান, টেনশন গ্রুপের সদস্যদের অপরাধমূলক কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ, কয়েকদিন আগেও এলাকার একটি পোষাক কারখানায় টেনশন গ্রুপের গডফাদার ইকবালের নেতৃত্বে অস্ত্র মহড়া দিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় বিষয়টি স্থানীয় থানা এবং পুলিশ কমিশনার এবং র্যাবকেও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে বায়োজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমি এলাকাটি অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছি, কমিশনার মহোদয়ের নির্দেশে যাতে ঈদ উৎসবকে ঘিরে সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। বায়োজিদ এলাকায় অপরাধের তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিচ্ছে ইতোমধ্যে নিয়মিত অভিযানে কয়েকজন পুলিশের হাতে আটক হয়েছে। তবে র্যাব যাদেরকে গ্রেফতার করেছে তারা তথ্যর ভিত্তিতে ধরেছে। টেনশন গ্রুপ বায়োজিদ এলাকা থেকে নিয়ন্ত্রন হওয়ার এ ধরণের তথ্য জানা নাই বলে দাবি করেন।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা