প্রতিবাদে বিভিন্ন সংগঠনের কর্মসূচি
অভিযুক্ত পটিয়ার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে নির্মম মারধরের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বহিস্কৃত আওয়ামী লীগ নেতা বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিনকে শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে হাইদগাঁও বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে নির্যাতন ও মারধরের ঘটনায় আহত জিতেন গুহর ছোট ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন(৫৪) তার ছেলে মুসফিক উদ্দীন ওয়াসিম(২৪), রবিউল হোসেন রবি(৩৪), ইন্দ্রজিত চৌধুরী লিউ(৪৫), মোহাম্মদ সাবিক(২৪), মোহাম্মদ হাকিম(২১), রিমন চৌধুরী(২৬)সহ আরও ৫/৬ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়। আসামিরা অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। এ মামলায় অভিযুক্ত চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। আহত জিতেন কান্তি গুহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ঘটনার পর প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলার পক্ষ থেকে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে কর্মসূচি পালন করেছে। ঘটনায় জড়িতদের দৃশ্যমান শাস্তির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন আশীষ ভট্টাচার্য্য, বিমল মিত্র, শ্যামল দে, এড চন্দন তালুকদার, শিশু সংগঠক অধ্যাপক ভগিরথ দাশ, তাপস দে, রুবেল দে, পরিমল চৌধুরী প্রনব দাশ, যদু রঞ্জন চৌধুরী, ঝুলন দত্ত, ড.বিপ্লব গাঙ্গুলী, হিল্লোল, সুমন সরকার, শিল্পী মিত্র, বিশ্বজিত দাশ,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। এদিকে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের খুঁটির সাথে বেঁধে পোশাক খুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্মম অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার দুপুর ১২টায় পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজনটি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ যৌথ বিবৃতিতে জিতেন কান্তি গুহের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জসিমকে দায়ী করেন এবং অবিলম্বে হামলাকারীদের সকলকে গ্রেপ্তারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালেক, মো ছৈয়দ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহফুজুল হক হাফেজ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুলু ,উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সল। চেয়ারম্যান বিএম জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রতি অনুরোধ জানান উপজেলা আওয়ামী লীগ।
গাউছিয়া কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে শুক্রবার রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। রক্তাত্ব অবস্থায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় মারাত্বকভবে জখম করা হয়। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতা ও আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে নির্মম নির্যাতন মারধরের ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতা জিতেন কান্তি গুহকে হাসপাতালে দেখতে যান জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা