গাইবান্ধার বালাসী ঘাটে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে দেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার বৃহত্তম নৌবন্দর বালাসী ঘাটের দুই পাড়ে ঢল নেমেছে বিনোদনপ্রেমীদের।
গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে প্রতিদিন ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটের দুই পাড়ে আনন্দঘন পরিবেশে হাজার হাজারো মানুষের ঢলে মুখরিত হচ্ছে। বসেছে হরেক রকমের পণ্যের মেলা। অনেকেই আবার বালাসী ঘাট ও ব্রহ্মপুত্র নদকে একনজর দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন।
বালাসী ঘাটের দুই পাড়ে দেখা গেছে রংপুর, বগুড়া,লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের সমাগম। ব্রহ্মপুত্র নদের পাড়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আবার কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙ্গি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন।
ছোট ডিঙি নৌকায় চড়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ আবার নদীর চরগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। বালাসী ঘাটে ফুচকা, চানাচুর, আইক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি-ফিতা ও বেলুনসহ রকমারি দোকান বসেছে। সবগুলো দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল।
পবিত্র ঈদুল ফিতরে প্রিয়জনদের সাথে খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি পেতে হাজারও মানুষের ঢল নামে বালাসি ঘাটে।
স্থানীয়রা জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল বালাসী হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচল করবে। কিন্তু নাব্যতা সংকটের কারণে ছোট পরিসরে হলেও লঞ্চ চলাচল শুরু হওয়ায় গাইবান্ধাবাসীর স্বপ্ন সত্য হয়েছে। এ কারণে পবিত্র ঈদুল ফিতরে হাজারো মানুষের ঢলে মুখরিত বালাসী ঘাট এলাকা।
কিন্তু সব মানুষেরই নদীর দুই পাড়ে হেঁটে যাওয়া ও ডিঙি নৌকায় ভেসে বেড়ানোই হয়েছে। দর্শনার্থীদের শান্তিমতো বসে গল্প ও আড্ডা দিতে বাস টার্মিনালের ভেতরে মনোরম পরিবেশে ফুড হ্যাভেন নামে একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানে দর্শনার্থীদের খানাপিনা করতে দেখা গেছে।
বালাসী ঘাটে তীররক্ষা বাঁধের দুই পাশে বেঞ্চ জাতীয় কিছু বসার ব্যবস্থা করা দরকার। এতে দর্শক সমাগম আরো বাড়ত বলে স্থানীয়দের ধারণা।
বর্তমানে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে চলাচল ছাড়াও এখানে প্রতিদিন বিকেলে শত শত দর্শনার্থী দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যার গোধূলি বেলায় সূর্যাস্তের দৃশ্যটা মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায়।
গণমাধ্যমকর্মী রাজু সরকার বলেন, বালাসী ঘাটের প্রতিরক্ষা বাঁধের পাশে আগত দর্শনার্থীদের জন্য বেঞ্চ ও ছাতাজাতীয় কিছু অবকাঠামো গড়ে তোলা দরকার। সেই সাথে সুপেয় পানি ও স্যানিটারি ল্যাট্রিনে ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
