ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাইবান্ধার বালাসী ঘাটে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১১:৪০

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে দেশের উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার বৃহত্তম নৌবন্দর বালাসী ঘাটের দুই পাড়ে ঢল নেমেছে বিনোদনপ্রেমীদের।

গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে প্রতিদিন ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটের দুই পাড়ে আনন্দঘন পরিবেশে হাজার হাজারো মানুষের ঢলে মুখরিত হচ্ছে। বসেছে হরেক রকমের পণ্যের মেলা। অনেকেই আবার বালাসী ঘাট ও ব্রহ্মপুত্র নদকে একনজর দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন।

বালাসী ঘাটের দুই পাড়ে দেখা গেছে রংপুর, বগুড়া,লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের সমাগম। ব্রহ্মপুত্র নদের পাড়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আবার কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙ্গি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন।

ছোট ডিঙি নৌকায় চড়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ আবার নদীর চরগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। বালাসী ঘাটে ফুচকা, চানাচুর, আইক্রিমের দোকানের পাশাপাশি চুড়ি-ফিতা ও বেলুনসহ রকমারি দোকান বসেছে। সবগুলো দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল।

পবিত্র ঈদুল ফিতরে প্রিয়জনদের সাথে খানিকটা বিনোদন ও ভালো লাগার অনুভূতি পেতে হাজারও মানুষের ঢল নামে বালাসি ঘাটে।

স্থানীয়রা জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল বালাসী হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচল করবে। কিন্তু নাব্যতা সংকটের কারণে ছোট পরিসরে হলেও লঞ্চ চলাচল শুরু হওয়ায় গাইবান্ধাবাসীর স্বপ্ন সত্য হয়েছে। এ কারণে পবিত্র ঈদুল ফিতরে হাজারো মানুষের ঢলে মুখরিত বালাসী ঘাট এলাকা।

কিন্তু সব মানুষেরই নদীর দুই পাড়ে হেঁটে যাওয়া ও ডিঙি নৌকায় ভেসে বেড়ানোই হয়েছে। দর্শনার্থীদের শান্তিমতো বসে গল্প ও আড্ডা দিতে বাস টার্মিনালের ভেতরে মনোরম পরিবেশে ফুড হ্যাভেন নামে একটি রেস্তোরাঁ রয়েছে। সেখানে দর্শনার্থীদের খানাপিনা করতে দেখা গেছে।

বালাসী ঘাটে তীররক্ষা বাঁধের দুই পাশে বেঞ্চ জাতীয় কিছু বসার ব্যবস্থা করা দরকার। এতে দর্শক সমাগম আরো বাড়ত বলে স্থানীয়দের ধারণা।

বর্তমানে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে চলাচল ছাড়াও এখানে প্রতিদিন বিকেলে শত শত দর্শনার্থী দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যার গোধূলি বেলায় সূর্যাস্তের দৃশ্যটা মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায়।

গণমাধ্যমকর্মী রাজু সরকার বলেন, বালাসী ঘাটের প্রতিরক্ষা বাঁধের পাশে আগত দর্শনার্থীদের জন্য বেঞ্চ ও ছাতাজাতীয় কিছু অবকাঠামো গড়ে তোলা দরকার। সেই সাথে সুপেয় পানি ও স্যানিটারি ল্যাট্রিনে ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত