উদ্বোধনের অপেক্ষায় জুড়ী ফায়ার সার্ভিস স্টেশন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
এই উপজেলায় এতদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী কুলাউড়া ও বড়লেখা উপজেলার সাহায্য নিতে হতো। ফলে আগুন লাগার স্থানে উদ্ধারকারী দল আসার আগেই পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সম্প্রতি বেশ কয়েকটি ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে ফায়ার স্টেশন নির্মাণের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলাবাসী নতুন ফায়ার স্টেশন উদ্বোধনের প্রহর গুনছেন।
নতুন ফায়ার স্টেশন হওয়ায় খুশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তারা বলছেন, আগে আগুন লাগলে নিজেরাই নির্বাপণ করতেন। ফায়ার স্টেশন পাশের উপজেলায় হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেকটা সময় লেগে যেত। আর এতে আগুনে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হতো। নতুন ফায়ার স্টেশন হওয়ায় এই আশঙ্কা মন থেকে দূর হয়েছে উপজেলাবাসীর। তাদের মনে এখন একটাই ভরসা, শুধু অগ্নিকাণ্ডে নয়, প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো দুর্ঘটনায় অল্প সময়ে ও খুব সহজে সেবা মিলবে ফায়ার সার্ভিসের।
নবনির্মিত ফায়ার স্টেশনে গিয়ে দেখা যায়, ফায়ার স্টেশনটি সুসজ্জিত করে রাখা হয়েছে। নতুন এ স্টেশনের রং দূর থেকেই দৃষ্টি কাড়ে। অনেক উৎসুক জনতা ছবি ও সেলফি তুলছেন। গতি, সেবা ও ত্যাগ নিয়ে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় ফায়ার স্টেশনটি।
উপজেলার ভবানীপুর এলাকায় সর্বশেষ কয়েক দিন আগে আগুন লেগে একটি পরিবারের সকল আসবাবপত্রসহ বেশ কয়েকটি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কলেজ শিক্ষার্থী মরিয়ম উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তিনি বলেন, আমাদের বাসা ও দোকানে আগুন লাগার পর পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। তবে শুনে ভালো লাগছে যে, এখন জুড়ীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমবে।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস বলেন, জুড়ীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন আমাদের উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছি।
কুলাউড়া ফায়ার স্টেশন অফিসার বলেন, জুড়ী ফায়ার স্টেশনটি গণপূর্ত বিভাগ মৌলভীবাজার বাস্তবায়ন করেছে। এরই মধ্যে প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে। অল্প যেসব কাজ বাকি রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ইতোমধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা ফায়ার স্টেশনটি পরিদর্শন করে গেছেন। আশা করছি অতিদ্রুত এটি উদ্বোধন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পার্শ্ববর্তী দুই উপজেলার সাহায্য নিতে হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ফায়ার সার্ভিস স্টেশনের, যা বাস্তবে রূপ দিয়েছে সরকার। অত্যন্ত আনন্দের বিষয়, শিগগিরই জুড়ীবাসী আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ফায়ার সার্ভিস স্টেশন পেতে যাচ্ছে।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত