গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই : আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির 'স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার মত শত শত মানুষকে গুম খুন করে সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার যে চেষ্টা, এর প্রতিবাদ জানাতে এবং তার পরিবারের সাথে দেখা করতে আমরা বোয়ালখালী এসেছি। এই সরকার গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলার মাধ্যমে জোর করে একটা দখলদার সরকারে পরিণত হয়েছে। যারা বাচা চেয়ারম্যানকে গুম করেছে তাদেরকে রেহাই দেওয়ার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে বিচার করা হবে। এই গুম খুনের বিচার হবে জনতার আদালতে, রাজনৈতিকভাবে এবং আইনগত ভাবে। গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই।
তিনি শুক্রবার (৬ মে) বিকালে গুমের স্বীকার বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার পরিবারের সাথে তার বোয়ালখালীর বাসভবনে সাক্ষাত করতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বাচা চেয়ারম্যানের মা, স্ত্রী, ছেট ভাই ও সন্তানদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় বাচা চেয়ারম্যানের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে ফেরত পাওয়ার আকুতি জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আইনের শাসনের আওতায় এদের সকলের বিচার হতে হবে। বাচা চেয়ারম্যানের পরিবার ও দেশের জনগণের আগামী দিনের নিরাপত্তার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য তাদের বিচার হতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ও দায়বদ্ধ সরকার ফিরে আসবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, বোয়ালখালী উপজেলা বিএনপি'র আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, সদস্য সচিব ও বাচা চেয়ারম্যানের ভাই হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সি. যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী প্রমূখ।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা
Link Copied