পত্রিকায় প্রকাশের আগেই দালালদের হাতে বিজ্ঞপ্তির অফিস কপি
চট্টগ্রামে মেয়াদোর্ত্তীণ সিএনজি স্ক্র্যাপকরণে চাঁদাবাজির প্রস্তুতি
২০০৫ মডেলের ১০০৫টি ও এর আগে বাদ পড়া মেয়াদোত্তীর্ণ সিএনজি/অটোরিকশা স্ক্র্যাপকরণ নিয়ে চট্টগ্রামে মোটা অংকের চাঁদাবাজির মিশন নিয়ে মাঠে নেমেছে একটি শক্তিশালী চক্র। বিআরটিএ’র কতিপয় লোভী কর্মকর্তা, শোরুম মালিক, ডিলার, কতিপয় কথিত রাজনৈতিক ব্যক্তি ও চিহ্নিত দালালের সমন্বয়ে এই চক্রটি ইতিমধ্যেই বেশ তৎপর হয়ে ওঠেছে। গাড়ি ভাঙ্গার দর কষাকষি বর্তমানে টক অব দ্যা চট্টগ্রাম হয়ে ওঠেছে। এমনকি সিএনজি স্ক্র্যাপকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের উপপরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত পত্রিকায় প্রকাশের জন্য বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশের আগেই দালালের হাতে চলে গেছে। এবং এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ১নং সুপারি পাড়ার রাজা মিয়া এন্ড সন্স নামে এক প্রতিষ্ঠান থেকে গত ৫ মে বৃহস্পতিবার এবং একই দিনে মোহাম্মদ দিলু মিয়া নামের এক ব্যক্তি বিআরটিএ-এর বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে গ্রাহক সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন। অফিস কপি পাবলিকের হাতে কিভাবে পৌছলো এই নিয়ে বিআরটিএ’র ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ীর অভিযোগ, পত্রিকায় প্রকাশের আগে বিআরটিএ-এর বিজ্ঞপ্তি দালালরা কিভাবে তাদের প্রতিষ্ঠানের ফেইসবুকে প্রচার করে অথবা দালালদের হাতে কিভাবে যায় তা প্রশ্ন সাপেক্ষ। এরফলে বিআরটিএ-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ গোপনীয়তা থাকলো কই।
রাজা মিয়া এন্ড সন্সের ফেইসবুক পেইজে প্রচারিত মেয়াদোত্তীর্ণ (২০০৫ মডেল) গ্যাস /পেট্্েরালচালিত-৪ স্ট্্েরাক থ্রি হুইলার অটোরিক্সা প্রতিস্থাপনের নিমিত্তে স্ক্যাপকরণ সংক্রান্ত বিআরটিএ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১১ মে থেকে ১৩ মে পর্যন্ত স্ক্যাপকরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিআরটিএ চট্টগ্রাম প্রাঙ্গনে স্ক্র্যাপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোর মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়। দীর্ঘ এ বিজ্ঞপ্তি অটোরিকশা প্রতিস্থাপণের বিষয়ে নানা শর্তের বিবরণ দেওয়া হয়।
খবর নিয়ে জানা গেছে, গত ৫/০৫/২০২২ ইং তারিখে বিআরটিএ-এর চট্টগ্রামের উপ-পরিচালক (ইঞ্জি.) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিটি গত ৭ মে চট্টগ্রামের ২/১ টি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। অথচ ৫ মে রাজা মিয়া এন্ড সন্স ও হাজী মোহাম্মদ দিলু মিয়া নামের ব্যক্তি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের অফিসিয়াল পেইজ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে তারা উল্লেখ করেন ‘আগামী ১১ মে ২০২২ ইংরেজি ২০০৪ মডেলের সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের রিপ্লেসম্যান্ট করার জন্য স্ক্র্যাপ সিলিভ নিয়ে রেজিষ্ট্্েরশন করতে অবশ্যই মিটার কোম্পানির বিআরটিএ এর অনুমোদন পত্রের ফটোকপি ও সরকারি নির্ধারিত ভাড়ার মিটারের ক্যালিব্রেশনের কাগজ অবশ্যই নিয়ে যাবেন। তাই বাজাজ রি সিএনজি কিনতে আজই যোগাযোগ করুন উত্তরা মোটর্স লিমিটেডের অন্যতম ডিলার মেসার্স রাজা মিয়া এন্ড সন্সে। এতে নিচে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বরও দেওয়া হয়।
খবর নিয়ে জানা গেছে, একাধিক শোরুম ও ডিলারের স্টাফরা বিআরটিএ-তে প্রায় সময় বসে থাকেন। তারা বিআরটিএ-এর দালালিতে জড়িত। তারা বিআরটিএ-তে আসা লোকজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে নিজেদের কাছে নিয়ে আসে। পরে চড়া মূল্য নিয়ে নিজেরা বিআরটিএ থেকে কাজ করিয়ে দেয়।
এদিকে সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি দালালচক্র কর্তৃক প্রচারিত হওয়াকে অফিসিয়াল শিষ্টাচার পরিপন্থি বলে উল্লেখ করেছেন নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএ’র একাধিক কর্মকর্তা। তারা বলছেন, এ রকম ঘটনায় অফিসিয়াল এ্যাকশন না নিলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙ্গে পড়বে।
চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে রাজা মিয়া এন্ড সন্স এর ব্যবস্থাপক জালাল উদ্দীন বলেন একটা অনলাইন থেকে কপিটা পেয়েছি, এটা অনেকের কাছেই আছে, আমরা মুলত গাড়ি বিক্রি করার জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি। গাড়ি ভাঙ্গায় আমরা অতিরিক্ত কোন টাকা নিচ্ছিনা। বিজ্ঞপ্তির কপিটি কোন অনলাইনে পেয়েছেন জানতে চাইলে কোন নাম বলতে পারেনি তবে তাদের মালিক বলতে পারবে বলে জানান, মালিকের সাথে কথা বলে জানানোর কথা বলা হলে তিনি বাড়িতে চলে এসেছেন বলে এড়িয়ে যান।
এব্যপারে চট্টগ্রাম মহানগরী অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেট্রো আরটিসির সদস্য টিটু চৌধুরী বলেন এধরণের কাজ মারাত্মক অপরাধ, মালিকদের জিম্মি করে মোটা অংকের চাঁদাবাজি করার জন্যই এমনটা করা হয়েছে বলে আমি মনে করি। আমি চট্টগ্রাম মেট্রো এলাকার ১৩ হাজার সিএনজির প্রতিনিধি, আরটিসির মেম্বার অথচ আমরা পত্রিকার মাধ্যমেই এই বিজ্ঞপ্তি পেয়েছি। একাধিক দালাল চক্র এরই মধ্যে চাঁদাবাজির জন্য মালিকদের সাথে যোগাযোগ শুরু করেছে বলে শুনেছি।
দালালদের সাথে সম্পৃক্ততা ও চাঁদাবাজিতে সহায়তার বিষয়ে জানতে চট্টগ্রাম বিআরটিএ’এর বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি.) ও চট্টগ্রাম মেট্রো এলাকার গ্যাস/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রী হুইলার অটোরিকশা স্ক্র্যাপ কমিটির আহবায়ক মো. শফিকুজ্জামান ভুঁইয়ার মোবাইলে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা দিলেও কোন সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা