ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পাংশায় ভিজিএফের চাল আত্মসাৎ শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ৪:১৮

বাংলাদেশ পেপার নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘পাংশায় ভিজিএফের চাল আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৯ মে) উপজেলার মৌরাট ইউনিয়নের হরিণাডাঙ্গা বাজারে মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে মো. মজিবুর রহমান প্রামাণিক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-, মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী মিয়া, মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রামাণিক প্রমূুখ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত শনিবার (৭ মে) বাংলাদেশ পেপার নামে একটি অনলাইন পোর্টালসহ বিভিন্ন অনলাইন পোর্টালে পাংশায় ভিজিএফের চাল আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, ভিজিএফের চাল বিতরণের একটা অংশ আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে পার্শ্ববর্তী পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে বিক্রি করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার কোনো বক্তব্যও নেয়া হয়নি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেই সাথে তিনি আরোও জানান, পবিত্র ঈদুল ফিতরের প্রায় দুই সপ্তাহ আগে মৌরাট ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিক, ট্যাগ অফিসার কৃষ্ণ চন্দ্র বর্মণসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে সংবাদে উল্লিখিত পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামের আব্দুল খলিল উদ্দিনের ছেলে জয়নালের সাথে কথা হলে তিনি জানান, আমি করো কাছ থেকে কোনো চাল কিনিনি। আর ভিজিএফের চালের বিষয়ে কিছু জানি না এবং এ বিষয়ে কোনো সংবাদার্মীর সাথেও কথা হয়নি।

এ বিষয়ে মৌরাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, গত এপ্রিল মাসের ২৭ তারিখে ৩০ কেজির ৫৬০ বস্তা চাল উত্তোলন করে পরদিন ২৮ তারিখে ১০ কেজি হারে ইউনিয়নের ১ হাজার ৬৮০টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। চাল বিতরণের স্লিপগুলো আমার ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে বণ্টন করা হয়েছে। তবে চাল ইউনিয়ন পরিষদ থেকেই বিতরণ করা হয়েছে। সে সময় ট্যাগ অফিসারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত ভিজিএফের চাল বিতরণের তদারক কর্মকর্তা ট্যাগ অফিসার কৃষ্ণ চন্দ্র বর্মণের সাথে কথা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমার উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি এবং পরিষদ থেকে অন্যত্র কোনো চাল দেয়া হয়নি।

এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত