ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে ঘূর্নিঝড় অশনি ‘সতর্ক থাকুন' যত দ্রুত সম্ভব ফসল কেটে ফেলুন : কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৭:১৭
ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে রবিবার রাত থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এরই মধ্যে সোমবার দুপুরে পটুয়াখালী সফরে আসেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার একটি মুগডালের ক্ষেত পরিদর্শন করেন এবং কালিকাপুর ইউনিয়নের একটি বোরো ধানের ক্ষেত পরিদর্শন করেন।
 
ঘূর্নিঝড় অশনি’র প্রস্তুতি বিষয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দূর্যোগের আগে এবং পরে কৃষকদের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা যায় সে জন্য আগে থেকেই কৃষি বিভাগ কাজ করছে এবং সে জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া আছে। যে সব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে তা কেটে ফেলার জন্য বলা হয়েছে, এ ছাড়া যতটুক সম্ভব মাঠের ফসল দ্রুত সংগ্রহ করার পাশাপাশি সবাইকে নিরাপদে থাকতে হবে।
 
বরিশাল –পটুয়াখালী মহা সড়কের পাশে বদরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথী হিসেবে কৃষিমন্ত্রী কৃষি সেক্টরে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘ঝড় জলোচ্ছাস এবং লবনাক্ততার কারনে এক সময় পটুয়াখালী জেলার অধিকাংশ জমি এক ফসলী ছিল। কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপের কারনে এসব জমি দুই থেকে তিন ফসলী জমিতে পরিনত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে দক্ষিনাঞ্চলের কৃষি দেশের অর্থনীতিতে অবারও গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।’
 
কৃষি মন্ত্রীর এই সফরে কৃষি মন্ত্রাণালয় সবিচ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারন বিভাগ, ধান গবেষনা ইনিস্ট্রিটিউ, কৃষি গবেষণা ইনিস্ট্রিটিউটের কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা