ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

তিস্তায় তাজা ইলিশ, আনন্দিত জেলেরা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১১:৪৭
উজানের পানিতে তিস্তা নদী এখন ভরপুর। গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমে রেকর্ড পরিমাণে পানি ছিল তিস্তা নদীতে। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় গত পাঁচ বছর পর আবারো তিস্তা নদীতে ধরা পড়ছে ইলিশ। ইলিশ পেয়ে তিস্তাপারের জেলেরা আনন্দিত। তিস্তার তরতাজা ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন।
 
সোমবার (৯ মে) দুপুরের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে উঠছে তাজা ইলিশ। এমন দৃশ্য নজর কাড়ছে ব্যারাজে ঘুরতে আসা ভ্রমণপ্রেমীদের। ইলিশ মাছ দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারে।
 
জানা গেছে, তিস্তায় ইলিশ মাছ পাওয়া জেলেদের স্বপ্নের মতো। তারাও কোনোদিন কল্পণা করতে পারেননি তিস্তায় ইলিশ পাওয়া যাবে। ২০১৭ সালে তিস্তায় প্রথম ইলিশ মাছ ধরা পড়ে। এর ৫ বছর পর গত এক মাস থেকে নদীতে প্রতিদিন দুই থেকে তিনটি ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। ধরা পড়া ইলিশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। তিস্তাপাড়ে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
 
তিস্তাপাড়ের জেলেরা জানান, শুষ্ক মৌসুমে কয়েক দফায় তিস্তায় পানি থাকায় যমুনা থেকে ইলিশ মাছ ভেসে তিস্তায় এসেছে। প্রতি বছর তিস্তায় ইলিশ পেলে আমরা জেলেরা লাভবান হব। বর্তমানে তিস্তায় ইলিশসহ ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল, গুলশা টেংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। এসব মাছ তিস্তা নদীর পাড়েই মুহূর্তেই বিক্রি হচ্ছে।
 
গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক (৫০) বলেন, ‘৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে ইলিশ মাছ দেখেছি। আজ ৩০ থেকে ৩৫ বছর পর আবারও তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ মাছ পাওয়ায় তিস্তাপারের বাসিন্দাও খুশি। তিস্তা পাড়ের জেলে রহমত আলী(৫৫) বলেন,তিস্তা নদীতে ইলিশ পেয়ে আমরা খুশি। তিস্তায় ইলিশ পাওয়ায় আমাদের ভাগ্যের বিষয়। আমরা আশা করি প্রতি বছর যেন ইলিশ মাছ পাওয়া যায়।
 
সীমান্ত বাজার এলাকার লাল মিয়া (৬০) বলেন, আমার ঠেলা জালে দুইটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে খাওযার জন্য নিয়ে যাব।
 
হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই সিদ্দিক বলেন, তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে জেলেদের কাছ থেকে জেনেছি। তিস্তায় ইলিশ মাছ পাওয়া গেলে জেলেদের ভাগ্য খুলবে।

এমএসএম / জামান

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে বন

নারী-শিশু নিরাপত্তায় উদ্বেগ বাড়ছে রাজশাহীতে, নভেম্বরে ১৬জন নির্যাতিত

ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে নিভৃতে কাজ করছে গেম চেঞ্জার

জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কুড়িগ্রামে শীত সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস

সোনাগাজীতে রূপালী ব্যাংক থেকে ১৯লাখ টাকা উধাও

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা

ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি: সেনা অভিযানে গোপালগঞ্জে দুইজন গ্রেপ্তার

ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা