ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মনোনয়নে তৃনমূলে ক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ৪:৫২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন, কর্নফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন, সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়নসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে চরম অসন্তোষ বিরাজ করে এলাকায় বিক্ষোভ করতেও দেখা গেছে। এসব এলাকায় নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীসহ দলের হাই কমান্ডের কাছে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। 
ইউনিয়ন পরিষদের মনোনয়ন বোর্ড গত ১৩ মে নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে গতবারের শুধুমাত্র ১০ ভোটপ্রাপ্ত বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম ও দলীয় মনোনয়ন না চেয়েও রহস্যজনকভাবে প্রার্থী হিসেবে অলাউদ্দীনের নাম আসা, উপজেলা জামায়াতের সাবেক বায়তুল সম্পাদক জসিম উদ্দীন হায়দারকে নৌকা প্রতীক দেয়ার মত ঘটনায়ও ঘটেছে এ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ত্যাগী নির্যাতিত নেতাদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে এক শ্রেণির ধান্ধবাজ নেতারা এসব করেছে বলে অভিযোগ করেছে। 
এরমধ্যে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে দলীয় মনোনয়ন বোর্ডকে ভুল তথ্য দিয়ে জামায়াত নেতা জসিম উদ্দীন হায়দার আওয়ামী লীগের মনোনয়ন ভাগিয়ে নেয়। দীর্ঘ দিনের মামলা হামলা, জেল, জুলুম নির্যাতনের শিকার হওয়া জেলা যুবলীগের লীগের সদস্য কাজী জাহেদ আকবর জেবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এনামুল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হকের মত ত্যাগী নেতাদের বঞ্চিত করেন। খানখানাবাদে এ ধরণের অবস্থা দেখে জামায়াত নেতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার খবরে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, মোহাম্মদ শরীফ, ছাবের আহমদ, মো.কবির, মোস্তাফিজুর রহমান ও তৌহিদুল আলম তারা নব্য আওয়ামী লীগ সাবেক জামায়াত নেতা জসিম উদ্দীন হায়দারের মনোনয়ন পরিবর্তন করে দলের ত্যাগী নির্যাতিত আওয়ামী পরিবারের কোন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জোরালো দাবি উঠে। এদিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী ছাবের আহম্মদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমুল হক, যুবলীগ নেতা মোহাম্মদ মাইনুদ্দিন। দলীয় মনোনয়ন না চেয়েও ফরম সংগ্রহ না করে চুড়ান্ত তালিকায় রহস্যজনকভাবে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দীনের নাম চলে আসে,পরে বিয়ষটি মনোনয়ন বোর্ডে তৃণমূল নেতা কর্মীদের চাপের মূখে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমুল হককে মনোনয়ন দেয়।  সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন চেয়ারম্যান, অহিদুল ইসলামসহ কয়েকজন দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকলেও গতবারের বিদ্রোহী প্রার্থী শুধুমাত্র ১০ ভোট প্রাপ্ত আবুল কাশেমকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়। গত নির্বাচনে ১০ ভোট প্রাপ্ত বিদ্রোহী প্রার্থীকে দলীয় মনোনয়ন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতা কর্মীরা বিক্ষোভ করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। যে সব প্রার্থী ভুল তথ্য দিয়ে এবং তথ্য গোপন করে প্রার্থী মনোনিত হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমান পাওয়া গেলে পরিবর্তন করা হবে বলে মনোনয়ন বোর্ডের এক সদস্য জানিয়েছেন। কর্ণফুলীর চারপাথরঘাটায় ইউপিতে রহস্যজনকভাবে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দীনের নাম আসায় নিজেই প্রার্থীতা প্রত্যাখান করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমুল হককে সমর্থন জানান, নির্বাচন করার মত তার প্রস্তুতি নাই বলেও গণমাধ্যমে জানিয়েছে। 
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে দলের হাই কমান্ডের নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী দলীয় মনোনয়ন বোর্ড এবং দলের হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন। 
 মনোনয়ন দেয়ার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মনোনয়নের বিষয়ে তিনি কিছুই জানে না বলে তার ব্যক্তিগত ফেইসবুকে লিখেন। 
এ বিষয়ে  চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, যে সব প্রার্থী তথ্য গোপন করে দলীয় মনোনয়ন পেয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে যদি অভিযোগ সত্য প্রমানিত হয় পরিবর্তন করা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা