লালমনিরহাটে প্লাস্টিক ফ্যাক্টরির দারোয়ানকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুর্বৃত্তরা

লালমনিরহাটে একটি প্লাস্টিক ফ্যাক্টরির মালামাল চুরি করেতে দেখে ফেলায় মজিবর রহমান (৬৫) নামের এক দারোয়ানকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মে) সন্ধ্যার পর জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে অবস্থিত বিসিক শিল্পনগরীর মেসার্স ভাই ভাই প্লাস্টিক ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত দারোয়ান মজিবর রহমান লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দারোয়ান মজিবর রহমান আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।
আহত দারোয়ান মজিবর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমি ফ্যাক্টরির পাশেই একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। পাঁচ মিনিটের মধ্যেই আমার কর্মস্থল প্লাস্টিক ফ্যাক্টরিতে পিরে আসি। এসে দেখি ফ্যাক্টরির পাশের বাড়ির খায়রন নামে এক মহিল তার স্বামী ঝেলটা, ছেলে আশরাফুল ও তার দুই মেয়েসহ ফ্যাক্টরিতে তৈরি প্লাস্টিকের বদনা ও সুতা নিয়ে যাচ্ছে। এ সময় সে চোর চোর বলে চিৎকার দিলে তারা সবাই এসে তাদের হাতে থাকা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। তাদের বেধড়ক পিটুনিতে আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা রড দিয়ে আমার মুখে আঘাত করলে একটি দাঁত পড়ে যায়।
দারোয়ান মজিবর রহমান আরো বলেন, এর আগেও খায়রন ও তার স্বামী ফ্যাক্টরির অনেক মালামাল চুরি করে নিয়ে গিয়েছিল। এজন্য ফ্যাক্টরির মালিক তার বেতন কর্তন করেছে। কিছুদিন আগে তারা আবারও মালামাল চুরি করতে এসেছিল। সেদিন তারা আমাকে দেখে ফেলায় পালিয়ে যায় এবং আমাকে হুমকি দিয়ে বলে যায়, সুযোগ পেলে তোকে ওপারে পাঠিয়ে দেব ব্যাটা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
মেসার্স ভাই ভাই প্লাস্টিক ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই তিনি তার ফ্যাক্টরিতে চলে আসেন এবং দেখেন তার ফ্যাক্টরির অনেক মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় হঠাৎ করে খায়রন নামে সেই মহিলা সেখানে এসে তাকে বলে, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করলে তাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। ওই মহিলার এমন কথায় তিনি উপস্থিত লোকজনদের বলেন, দেখেন এই মহিলা (খায়রন) আমার ফ্যাক্টরির ক্ষতি করে আবার আমাকেই হুমকি দিচ্ছে।
তিনি আরো জানান, যেহেতু বিসিক শিল্পনগরীর, এখানে আরো অনেক বিভিন্ন শিল্প-কলকারখানার মালিক আছেন। তাই তিনি তাদের সাথে পরামর্শ করেই থানায় অভিযোগ দায়ের করবেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ

যশোর-খুলনা মহাসড়কে প্রাণঘাতী সংঘর্ষ, চিকিৎসক সহ নিহত-২

চাঁদপুরে যান চলাচলের নিয়ম না মেনে চালকদের বিক্ষোভ, যাত্রীদের ভোগান্তি

রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

উল্লাপাড়া উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান
Link Copied