দলীয় প্রধানের স্বাক্ষরিত নৌকা প্রতীক যুবলীগ নেতার প্রত্যাখান !
চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েও প্রত্যাখান করেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে প্রার্থীতা গ্রহণ না করে প্রত্যাখান করায় যুবলীগের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। স্থানীয় নেতাদের দাবি এ ধরণের ঘটনা দলীয় প্রধানকে হেয় করা এবং দলের সাথে বেঈমানী করার শামিল। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দলীয় সূত্রে জানায় দলীয় প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের তালিকায় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলা উদ্দীনের নাম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। জেলা উপজেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা থেকে আলা উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়। ভুল তার নাম এসেছে বলে আলাউদ্দিন দাবি করলেও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। উক্ত ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে মাত্র দুইজনের নাম প্রস্তাব করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ এরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক ও তার অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন।
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন আগ্রহী ছিলেন ৬ জন। তাদের মধ্যে কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছে দক্ষিন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দীনের নামও পাঠানো হয়েছিল। গত ১৩ মে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪০ ইউপিতে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়, যার মধ্যে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউপিও ছিল। এতে আলাউদ্দীনের নামে নৌকা প্রতীক চুড়ান্ত হয়। গত ১৪ মে শনিবার আলাউদ্দীন নৌকা প্রতীকের দেয়া প্রার্থীতা প্রত্যাখান করে নৌকা প্রতীক না পাওয়া সেলিম হকের হাতে তুলে দেন এবং পক্ষে কাজ করার ঘোষণা দেন। অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেনের মাধ্যমে নৌকা প্রতীক সেলিম হকের হাতে তুলে দেয় আলাউদ্দীন। দলের হাইকমান্ডের দেয়া প্রার্থীতা প্রত্যাখান করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য তৃণমূল নেতা কর্মীদের পক্ষ থেকে দাবি জানান।
পরে অনেক নাটকীয়তার পর সেলিম হকের নামে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়। দলীয় সূত্র জানিয়েছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হলেও সেলিমের বিরুদ্ধে বিগত সময়ে জামায়াত-বিএনপির সঙ্গে সখ্যতা এবং ছাত্র জীবনে পটিয়া কলেজ ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থাসহ বিভিন্নভাবে এ তথ্য আসার কারণে তার নাম বাদ পড়তে পারে। মনোনয়ন বোর্ডের সভায় নাম ছিল দুটি একটি সেলিম, অন্যটি আলাউদ্দিন। সেলিম বাদ পড়ায় আলাউদ্দিন উঠে আসেন। তবে আলাউদ্দীন দলীয় একটি গ্রুপের চাপে পড়ে নিজের প্রার্থীতা প্রত্যাখান করেছে বলে অভিযোগ উঠেছে। তবে আলা উদ্দীন দলীয় প্রতীক পেয়ে নির্বাচন না করার কারণ হিসেবে জানিয়েছেন তার নির্বাচন করার মত প্রস্তুতি না থাকায় প্রার্থীতা প্রত্যাখান করেছে বলে জানিয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করায় বহিস্কার হওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
মনোনয়নপ্রত্যাশী ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেন, আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু অদৃশ্য কারণে আমার ফাইল দপ্তর থেকে গায়েব হয়ে যায়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মূলত ৪/৫ জনের নাম পাঠানোর কথা থাকলেও নাম পাঠিয়েছে দুইজনের। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম বিগত সময়ে জামায়াত-বিএনপির সঙ্গে সখ্যতার অভিযোগ থাকাতে তার মনোনয়ন বাতিল হয়েছে।’এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলন, আলা উদ্দীন প্রত্যাখান করায় চরপাথরঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তন করে মুহাম্মদ সেলিম হককে দেন।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, নৌকা প্রতীক পাওয়া আলাউদ্দিন তার ব্যক্তিগত ফেইসবুকে স্ট্যাটাস দিল আবার মুছে দিল। তিনি নৌকা প্রতীক পাওয়ার পরও কেন স্ট্যাটাস দিল, কি কারনে দিল, তা আমাদের বোধগম্য নয়। আমরা উপজেলা থেকে যোগ্য প্রার্থী বেশ কয়েকজনের নাম জেলায় প্রদান করেছি। দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি বলেছেন, উপজেলা আওয়ামীলীগ থেকে যাদের নাম পাঠানো হয়েছে আমরা সেইভাবে কেন্দ্রে নাম পাঠিয়েছি। শুধুমাত্র ২ জনের নাম কেন পাঠানো হলো এ প্রসঙ্গে তিনি বলেন অন্যান্য উপজেলার ইউপি নির্বাচনে আমরা ৫/৬ জনের নামও পাঠিয়েছি। মূলত উপজেলা থেকে যেভাবে পাঠানো হয়েছে আমরা সেভাবে পাঠিয়েছি। কেন্দ্রে পাঠানোর সময় জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকের স্বাক্ষরের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকের স্বাক্ষরও ছিল। আলা উদ্দীনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয়ভাবে দাবি উঠেছে।
আগামী ১৬ মে চরপাথরঘাটা ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর বাছাই হবে ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। উক্ত ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন।
এমএসএম / এমএসএম
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক
কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের