মেডিকেল শিক্ষার্থী তাহমিনার পড়ালেখার দায়িত্ব নিলেন এমপি শিবলী সাদিক
চলতি শিক্ষাবর্ষে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য চান্স পেয়েছেন হতদরিদ্র নজরুল ইসলামের মেধাবী মেয়ে মাহমুদা খাতুন তাহমিনা। কিন্তু অর্থাভাবে তার মেডিকেল কলেজে ভর্তিতে দেখা দিয়েছিল চরম অনিশ্চয়তা। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার মতো ছিল না কোনো সামর্থ্য। এদিকে, টাকা জোগাড় করতে না পারায় দুশ্চিন্তার শেষ ছিল না তাহমিনার পরিবারের।
উপায়ন্তর না পেয়ে মেধাবী শিক্ষার্থী তাহমিনা তার মেডিকেলে ভর্তির জন্য স্থানীয় সংসদ সদস্য বরাবর আর্থিক সহযোগিতা চেয়ে একটি আবেদন করেন। শিক্ষার্থীর নিজের হাতে লেখা আবেদনটি সামাজিক যোগাযাগমাধ্যেমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তার দৃষ্টিগোচর হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাহমিনার মেডিকেলে ভর্তির জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে তাহমিনা ও তার পরিবারের সাথে কথা বলে তার মেডিকেলে পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেন।
এ সময় ভিডিও কলিংয়ে এমপি শিবলী সাদিক তাহমিনার বাবা নজরুল ইসলামকে বলেন, আপনাদের অনেক কষ্টের বিনিময়ে মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। এজন্য আপনাদের অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আপনারা ভাববেন না, ওর মেডিকেলে পড়ালেখার যাবতীয় দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি নিলাম। তাহমিনাকে নিয়মিত পড়ালেখা করতে বলবেন।
তাহমিনা তার পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য শিবলী সাদিক এমপির কাছে চিরকৃতজ্ঞতার কথা জানান। তাহমিনার কথায় শিবলী সাদিক এমপি বলেন, তুমি কোনোকিছু নিয়ে ভাববে না। তোমার যখন যা লাগবে সময়মতো তোমার কাছে পৌঁছে দেয়া হবে। নিয়মিত পড়ালেখা করে মা-বাবার স্বপ্ন পূরণের জন্য তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চিকিৎসক হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে এটাই আমার চাওয়া।
মাহমুদা খাতুন তাহমিনা ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া গ্রামের নজরুল ইসলাম ও হাসিনা বেগমের মেয়ে। ২ সন্তানের মধ্যে তাহমিনা ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাহমিনার পিতা গ্রাম সমিতির একজন কর্মচারী। তাহমিনার পিতার নিজ বাড়ির জায়গাটুকুও নেই। মামার বাড়িতে ছোট টিনের একটি ঘরেই থাকেন পরিবারের সবাই। নুন আনতে পান্তা ফুরানো তাহমিনার পিতার পক্ষে মেয়েকে মেডিকেলে ভর্তি ও পড়ার খরচ জোগানো অসম্ভব ছিল।
তাহমিনা ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ঘোড়াঘাট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
এদিকে, সংসদ সদস্য শিবলী সাদিক চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া বুধবার (১৮ মে) বিকেলে তাহমিনার বাড়িতে গিয়ে মিষ্টিসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মেডিকেলে ভর্তির জন্য তাহমিনার হাতে ২২ হাজার টাকা তুলে দেন। ওই সময় ভিডিও কলিংয়ে এমপি শিবলী সাদিক তাহমিনা ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় ঘোড়াঘাট কে সি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শাফিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সিংড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাহবুবার রহমান হীরক, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদসা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied