ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ: সভাপতি পদ প্রত্যাশী অসুস্থ ফৌজুলের যে সিভি হয়নি জমা!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২০-৫-২০২২ বিকাল ৫:২০

 বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার ২য় সহ-সভাপতির দায়িত্বে থাকা ফৌজুল মোবিন চৌধুরী ছিলেন এবারের সভাপতি পদ প্রত্যাশী। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক মরহুম আব্দুস সোবহান মাষ্টারের সন্তান। ভাগ্যের নির্মম পরিহাসে গত ২০২০ সালের ১৩ মে  সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে অদ্যাবধি চিকিৎসাধীন আছেন। সম্প্রতি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠনকল্পে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রীয় যুবলীগের আহবান করা সময়ে উপস্থিত হয়ে সিভি দিতে পারেননি বটে তবে রেজিষ্ট্রি ডাকযোগে ও কুরিয়ারে সিভি গ্রহণ করার আবেদন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের হাতে পৌছে দিয়েছেন। কিন্তু মনে প্রচণ্ড ভয় কাজ করছে তার সিভি গ্রহণ করা হবে কিনা আর যদি না হয় তাহলে অসুস্থতার কাছে কি হেরে যাবে তাঁর সারাজীবনের রাজনীতির ত্যাগ। মানবিক যুবলীগ হিসেবে কি তার এই দুঃসময়ে অতীতের ত্যাগের মুল্যায়ন করবেনা??
এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ফৌজুল মোবিন চৌধুরী বলেন আমি অসুস্থতার কারনে যথা সময়ে সিভি জমা দিতে পারিনি ঠিক তবে আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সাথে ফোনে কথা বলেছি কিভাবে সিভি জমা দেওয়া যায় তারা বলেছেন সিভি গ্রহন করার জন্য তাদের বরাবরে একটি লিখিত আবেদন করার জন্য আমি সেই মোতাবেক গত ১৮ এপ্রিল ২০২২ রেজিস্টার্ড ডাকযোগে ও ৫ মে ২০২২ কুরিয়ার যোগে যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক বরাবরে আবেদন করেছি। দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান আমার আবেদনটি পেয়েছেন জানিয়ে আমাকে আশ্বস্ত করেছেন তিনি তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান মহোদয়ের কাছে পৌছে দিবেন। আশা করছি মানবিক যুবলীগ আমার আবেদন গ্রহন করে আমার কর্মের মুল্যায়ন করবেন। 
 তিনি তার রাজনীতির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমি ১৯৭৯ সালে জাতির জনকের ৭ মার্চের ভাষন শুনে আওয়ামী লীগের প্রেমে পড়ি আর সেই থেকে  ১৯৮৫ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশ মেরিন একাডেমী হাই স্কুল শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি (৮ম শ্রেণীর ছাত্র তখন) হয়েই ছাত্রলীগের রাজনীতিতে আমার হাতেখড়ি। আমার প্রয়াত বাবা তখন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। চরম দুঃসময়ে নিজ এলাকা বৃহত্তর বোয়ালিয়ায় সবাইকে নিয়ে অনুভূতির আওয়ামীগকে সুসংগঠিত করতে দিন রাত পরিশ্রম করেছি। কলেজ,উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের(আবছার-শহীদ) এবং (আইয়ুব বাবুল-কাদের)কমিটির সাথে ও তৃণমূলে ১৯৯৮ সাল পর্যন্ত প্রায় তের বছর মিছিল মিটিং, আন্দোলন সংগ্রামে ছিলাম অগ্রভাগে। ১৯৮৬ থেকে ২০২০ পর্যন্ত যত গুলো জাতীয় সংসদ নির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে নির্বাচনেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করে সে প্রতিটি নির্বাচনেই অনুভূতির আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে নিজ সংসদীয় এলাকায় (এমপি) এবং চসিক এলাকায় (মেয়রের) নির্বাচনে নিরলসভাবে মেধা ও শ্রম দিয়ে কাজ করছি। এছাড়া (১৯৯৪-১৯৯৬) জোট সময়ে বৃহত্তর  চট্টগ্রাম উন্নয়ন ছাত্র সংগ্রাম কমিটির দক্ষিণ জেলার সদস্য সচিব থাকাকালিন চট্টগ্রাম বিমান বন্দরকে আর্ন্তজাতিক বিমান বন্দর, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িঁবাধ নির্মানসহ স্থানীয় ও সামাজিক ইস্যুতে আন্দোলন সংগ্রামে এবং যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে রাজপথে সামিল ছিলাম। ১৯৯৮ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়ে থাকলেও নানা ষড়যন্ত্রে আর হয়ে উঠেনি। তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলুল করিম সেলিম ও সাধারণ সম্পাদক প্রয়াত এ্যাডভোকেট কাজী ইকবাল হোসেন কতৃক ১৯৯৮ সালে অনুমোদিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের (মেরু-ডলার) ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য ছিলাম।  সেই থেকে (১৯৯৮-২০২২) দুই যুগ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগে ছিল আমার সরব বিচরণ। আমার ৩৭ বছরের রাজনৈতিক জীবনে মজিদ খানের শিক্ষা নীতি, ১৯৮৮ সালে ২৪ জানুয়ারী লালদিঘী সমাবেশ পূর্বে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে স্বৈরাচার এরশাদের সময়ে (২৪ জনকে গুলি করে হত্যা) গণহত্যা, সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নকালিন সময়ে নব্বই-এর স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন, লালাদিঘীতে গোলাম আজমের সমাবেশ প্রতিরোধ, ১৯৯৬ এর ১৫ই ফেব্রুয়ারী বিএনপি'র একতরফা নির্বাচন প্রতিহত, ১৯৯৬ সালের অসহযোগ আন্দোলন, ২০০১-২০০৮ পর্যন্ত বিএনপি জোট বিরোধী অন্দোলন, ১/১১- এ অনুভূতির আওয়ামী লীগের চরম দুঃসময়ে বাঘা বাঘা নেতারা যখন ঘর থেকে বের হননি সেদিন (জননেত্রী শেখ হাসিনা আপা গ্রেফতারের পর সকালে) মাথায় কাপনের কাপড় বেঁধে আমরাই প্রথম চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ যৌথভাবে চট্টগ্রাম ষ্টেশন রোডে নেত্রীর মুক্তি দাবীতে পুলিশি বাধা অতিক্রম করে প্রতিবাদ মিছিল করি। নেত্রী মুক্তি অন্দোলন, নানক ভাইয়ের মামলা প্রত্যাহার ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম ভাইসহ সকল নেতার মুক্তি অন্দোলনে ছিলাম রাজপথে। হরতাল, অবরোধ, গণ অনাস্থা প্রাচীর, অনশন, অসহযোগ আন্দোলনে ছিলাম প্রতিনিয়ত অগ্রভাগে। বিগত ৩০ জুলাই ২০১১ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কমিটিতে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে থেকেও পেলাম ২য় সহ-সভাপতি। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগকে নিজের অর্থ, মেধা ও শ্রম দিয়ে প্রয়াত জননেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু ও তৎকালীন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ মোছলেম ভাইয়ের সমন্বিত নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগকে সুসংগঠিত রেখে অনুভূতির আওয়ামী লীগের চরম দুঃসময়ে বিএনপি জোট বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রাম, ১/১১-এ চরম সংকটকালিন সময়ে বন্দি গণতন্ত্র মুক্তির আন্দোলন ও নেত্রীর মুক্তির সংগ্রামসহ প্রতিটি কর্মসূচিতে চট্টগ্রামের পিচ ঢালা রাজপথ কিংবা প্রান্তিক জনপথে নেতৃত্ব দিয়েছি। গত ১৩ মে ২০২০ সালে মোটর সাইকেল চালিয়ে শহরের বাড়ি হতে গ্রামের বাড়ী আনোয়ারা উপজেলার বোয়ালিয়ায় আসতে বারশত বখতেয়র সড়কে হারুনের স'মিলের সামনে সড়ক দুর্ঘটনায় আমার ডান পা তিন টুকরো হয়ে ভেংগে যায় এবং বুকের পাজরের নিছের কিছু অংশও ভেংগে যায়। চার বার অপারেশন হল, আজ প্রায় তেইশ মাস এখনো ডান পায়ে ভর দিয়ে হাটঁতে পারছিনা। রাজনীতি, সমাজ সেবা ও মানুষের সাথে চলাফেরা থেকে দূরে থাকা আমার জন্য সত্যিই বড় কষ্টের ও বেদনার। আশা করব মানবিক যুবলীগ আমার সকল কার্যক্রম বিবেচনা করে এবার আমাকে দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব দিবেন।

এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত