ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

অবশেষে চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় শ্রীঘরে জানে আলম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১:৪৫

নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় চাঁদাবাজির একটি মামলায় মূল হোতা মো. জানে আলমকে (৩৯) গ্রেফতার করে আদালতের মাধ্য জেল হাজতে পাঠিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান মো. সিরাজ মিয়া (৭৭) এর দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গত শনিবার রাতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২২ মে) তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। সে চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের ১ নং ওয়ার্ডেও মৃত গুরা মিয়ার পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের ( রেজি. নং-১৩০৯/৮৭) সাধারণ সম্পাদক।

তিনি জানান, বাকলিয়া-নতুন ব্রিজ এলাকার ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বদানকারী এবং ভাসমান ভ্যানগাড়ি ও হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী এই জানে আলম। চাঁদা না পেয়ে এক ফল বিক্রেতার ওপর হামলা-ভাংচুর মামলার আসামি সে।

পুলিশ জানায়, গত ১৬ মে জানে আলমের নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্যরা নতুন ব্রিজ এলাকায় ভ্যান গাড়িতে ফল বিক্রেতা মো. বাদশার (২০)  কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় জানে আলম তার সহযোগী আরাফাত,  মো. আলী ও জাবেদুল ইসলামকে নিয়ে ১৭ মে রাত ৯টার দিকে নতুন ব্রিজ সংলগ্ন নবাব খাঁ কলোনির সুমনের দোকানের সামনে বাদশার পথরোধ করে। এসময় তাকে মারধর করে এবং ভ্যানগাড়ি ভাংচুর করে। পরে থানায় মামলা হলে অভিযান চালিয়ে অন্য আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও মূল হোতা জানে আলম পালিয়েছিল।
অপর একটি সুত্র জানায় কথিত শ্রমিক নেতা জানে আলম একজন এলডিপির চিহ্নিত ক্যাডার, আওয়ামী লীগের শত্রু ও নারী নির্যাতনকারীও। এসব বিষয়ে তার নামে বিভিন্ন স্থানে একাধিক মামলাও রয়েছে। এছাড়া পরিবহনে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা নিয়ে শ্রম অধিদপ্তরেও তার বিরুদ্ধে রয়েছে লিখিত অভিযোগ। সেই অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থি এবং মেট্রো আরটিসির রুট অমান্য করে শ্রমিক-মালিক-যাত্রী নির্যাতন , ভাড়া নৈরাজ্যের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি করা হয়েছে।  দীর্ঘকাল যাবত মেট্রো আরটিসি অনুমোদিত ১৭ নং অটোটেম্পো রুটে চালকদের ভর্তি ফি ২৫ হাজার টাকা। কর্মকালীন সময়ে নতুন ব্রীজ,কোতোয়ালী মোড় , জিপিও এলাকায় বিভিন্ন স্তরে দৈনিক ২৮০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।

এছাড়া এই রুটে সিলিং সংখ্যা ১৪০ টি হলেও পারমিটবিহীন বহিরাগত অটোটেম্পো ৪০ হাজার টাকার বিনিময়ে সংগঠনের নামে চলার সুযোগ করে দিয়ে থাকে এবং পারমিট অনুমোদিত অটোটেম্পোও এককালীন ২০ হাজার টাকা নিয়ে মাসিক ১ হাজার টাকা করে প্রায় ৪০০ টি গাড়ি থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করছে। ১৭ নং অটোটেম্পো রুটটি নতুন ব্রীজ থেকে মেরিনার্স রোড হয়ে ফিরিঙ্গীবাজার-কোতোয়ালী-নিউমার্কেট হয়ে টাইগারপাস পর্যন্ত যাওয়ার কথা থাকলেও স্থানীয় ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্তাদের অনৈতিক ফায়দার বিনিময়ে পরিপূর্ণ রুটে গাড়ি না নিয়ে জিপিও নিউ মার্কেটে অবৈধভাবে স্টেশন স্থাপন করায় একদিকে যাত্রীদের হয়রানি , ভাড়া নৈরাজ্যসহ অসহনীয় যানজটের সৃষ্টি করে আসছে। এ বিষয়ে কোন শ্রমিক- মালিক বা প্রতিবাদ করিলে উল্লেখিত ব্যক্তিদের বাহিনী দ্বারা নির্যাতন করে থাকে।

এমএসএম / এমএসএম

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা