ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কি মধু যুবলীগে!

আওয়ামী লীগ থেকেও পদে আসতে চান অনেকে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ২:৫

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক। একইভাবে নগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য দিদারুল আলমও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক। তারা সবাই চান নগর যুবলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক হতে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য। তিনি এবার নগর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। কিন্তু যুবলীগে এমন কি মধু আছে যে আওয়ামী লীগ থেকেও তারা নগর কমিটির মুল পদে আসতে চাইছেন এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। এই বিষয়ে ক্ষোভ থাকলেও নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি নয় কেউ।
এছাড়া চট্টগ্রাম মহানগর যুবলীগের বেশকিছু নেতার বিরুদ্ধে অতীতে দখল, টেন্ডারবাজি ও খুন খারাবির অভিযোগ ছিল। সর্বশেষ নগর যুবলীগের আহ্বায়ক কমিটির দুই সদস্য শহীদুল ইসলাম শামীম ও খোকন চন্দ্র তাঁতী চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আমিনুল ইসলাম স্বপন হত্যা মামলার আসামি। অভিযোগ রয়েছে নতুন কমিটিতে বিতর্কিতরা পদ পেতে উঠে পড়ে লেগেছেন। জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাদাবাজি, কিশোর গ্যাং লিডার নুর মোস্তফা টিনু, শহিদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাঁতী, সাইফুল আলম লিমন, সভাপতি সাধারণ সম্পাদক পদ পেতে আবেদন করছে। এছাড়াও একাধিক মাদক মামলার আসামী শাহ আলম শিকদারও  হতে চান নগর যুবল সাধারণ সম্পাদক।  

জানা যায় দীর্ঘ ৯ বছর পর  আগামী ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং ২৯ মে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের কথা রয়েছে। এ নিয়ে চট্টগ্রামের রাজনীতির মাঠ উত্তপ্ত। পদপ্রার্থীদের বেশিরভাগই ব্যস্ত সময় পার করছেন তদবীরে। মাঠে কর্মী সংগঠিত করার চেয়ে নেতাদের মন জোগাতেই ব্যস্ত চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলার সম্ভাব্য পদপ্রার্থীরা। 
আওয়ামী লীগ থেকে যুবলীগে দায়িত্ব পালন করতে উৎসাহ প্রসঙ্গে একাধিক নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে, অধিকাংশই কথা বলেননি। তবে নগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য দিদারুল আলম বলেন, বর্তমান কমিটির আগের কমিটিতে আমাদের কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহ-সম্পাদক করা হয়েছিল। এম.আর আজিমসহ অনেককেই করা হয়েছিল। কমিটিগুলো তেমন কাজ করেনি। তবে বর্তমানে কমিটিগুলো ভালো কাজ করছে। আমি গত ১৬ বছরের বেশিরভাগ সময়ই পদ-পদবিতে ছিলাম না। তবে রাজনীতি ছাড়িনি। পদ থাকলে সুবিধা, বৃহৎ পরিসরে রাজনীতি করা যায়।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, উপকমিটিতে থাকলে অন্য সহযোগী সংঘঠনে কাজ করতে পারবে না এমন কিছু নয় এখানে আওয়ামীলীগ ও সহযোগী সব সংগঠনের সদস্যরাই আছেন। যুবলীগের রাজনীতি করতে হলে এ নিয়ে সমস্যা হবে না।
জানা গেছে, আওয়ামীলীগের নেতাদের পাশাপাশি নগর ছাত্রলীগের শীর্ষ নেতারাও পেতে চান যুবলীগের প্রধান দুই পদ। আবার নগর আওামীলীগের রাজনীতির প্রধান দুপক্ষই (শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন) চায় মূল দুই পদসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমর্থকরা থাকুক। 
এসব বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্পাদক মন্ডলীর পদ প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম বলেন যারা বিভিন্ন পদের জন্য সিভি জমা দিয়েছেন তারা প্রত্যেকেই খুব মেধাবী ও ভাল। রাজীতিনীর মাঠে রয়েছে অবাধ বিচরণ। তবে এটাও সত্য যে যারা বিগত তিন কমিটিতেই যুবলীগের পদে আছেন বা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে আছেন তারা যদি আবারো পদে আসতে চান তাহলে নতুনদের বঞ্চিত করা হবে। রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রাখতে পুরাতনরা আওয়ামী লীগে সরে গিয়ে নতুনদের জায়গা করে দেওয়া উচিত বলে আমি মনে করি।
এসব বিষয়ে বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল বলেন, আওয়ামলীগ যারা করেছে তারা আওয়ামী লীগই করবে তাদের যুবলীগে আসার কোন সুযোগ নাই। এমনকি বিতর্কিত কাউকে স্থান না দিয়ে ক্লিন ইমেজের বিচক্ষণ নেতৃত্বে বিশ্বাস করে যুবলীগ। যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের দিয়ে প্রতিটি কমিটি সাজানোর পরিকল্পনা নিয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয়। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃত্বে পরিবর্তন আসবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)