ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের নতুন কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৫-২০২২ বিকাল ৫:৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ তাঁতী লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দলের সিদ্ধান্ত বিরোধী এবং নৌকা বিরোধী ব্যক্তিকে এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নন এমন ব্যক্তিকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়ায় তৃলমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উক্ত কমিটির অনুমোদন দ্রুত বাতিল না করলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদকের কাছে তৃণমূলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিবেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধে। 
 বিভিন্ন সূত্রে জানায়, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মমতাজ উদ্দিনক আহমদ'ক সভাপতি ও তাঁতী লীগের সাথে সম্পর্কহীন অনুপ্রবেশকারী বহিরাগত মো. শাহ নেওয়াজ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের কমিটি সম্প্রতি অনুমোদন দেওয়ায় নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে। গত ১৪ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি তার বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী স্থানীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের কঠোর অবস্থান তুলে ধরে বলেন, দল এবং দলের প্রার্থীর বিদ্রোহী কোন ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র সহ-সভাপতি যুগ্ম সাধারন সম্পাদকসহ কোন পদে যাতে না আনেন নির্দেশনা দেন। এমন নির্দেশনা পাওয়ার সাথে সাথে দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মদ চরতী ইউনিয়নের দলীয় প্রার্থী বিরুদ্ধে নির্বাচন করার বিষয়টি তুলে ধরেন। চরতী ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী। আনারস মার্কায় বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মমতাজ উদ্দীন আহমদ। মমতাজ উদ্দীনের বিরোধীতা এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পরাজিত হয়ে জামায়াত ইসলামের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।গত ১৪ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথসহ চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্তরা উপস্থিত ছিলেন। গত ২৫ এপ্রিল তিন বছরের জন্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মমতাজ উদ্দিন আহমদ'কে সভাপতি ও  বহিরাগত তাঁতী লীগের সদস্যও নন এমন মো. শাহনেওয়াজ চৌধুরীর মত বির্তবিতদের দিয়ে  কমিটি দেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের আহবায়ক কমিটিতে আহবায়ক দিদারুল আলম দিদার ও সদস্য সচিব পরিমলসহ ৫১ জনের সাংগঠনি কমিটিতে থাকার পরও অবৈধ অনৈতিক সুবিধা নিয়ে এ কমিটি দিয়েছে বলে অভিযোগের তীর কেন্দ্রীয় সাধারন সম্পাদকের দিকে। এ বিষয়ে দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ জানান, গত কমিটিতে যারা ছিলেন তারা পদ পদবী হারিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা স্বীকার করে বলেন, আমি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান হতাম, আমাকে ষড়যন্ত্র করে নৌকার প্রার্থী যে ছিল উনি জামায়াতের সাথে এক জোট হয়ে আমাকে পরাজিত করাইছে। আমাকে কেন্দ্রীয় সংসদ সব কিছু জেনে শুনে আমাদেও কমিটি অনুমোদন দিয়েছে সেখানে ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না। আমাদেও কমিটি অনুমোদন দেয়ার  সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপিদের সাথে পরামর্শ করে কমিটি দেয়া হয়েছে, কেন্দ্র নিজ থেকে কোন কমিটি অনুমোদন দেয়নি বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)