পাংশায় ভুয়া নবায়নপত্র দিয়ে ১৫ বছর ক্লিনিক পরিচালনা : অভিযানে সিলগালা

সারাদেশে অনুমোদনবিহীন ক্লিনিক বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশায় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ অভিযানে একটি ক্লিনিক ও একটি ডায়াবেটিক হাসপাতালকে সিলগালা করা হয়। সিলগালা ক্লিনিক ও ডায়াবেটিক হাসপাতালসহ চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৯ মে) দুপুর ১২টা থেকে শুরু হয় এ অভিযান। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।
এ অভিযানে উপজেলা পরিষদসংলগ্ন এন আর ক্লিনিকের লাইসেন্স নবায়নপত্র দেখালে নবায়নপত্র ভুয়া বলে সন্দেহ হয় প্রশাসনের। পরে নবায়নপত্র অনলাইনে চেক করলে দেখা যায় ২০০৭ সালের পরে আর নবায়ন করেনি প্রতিষ্ঠানটি এবং প্রশাসনকে দেখানো ভুয়া প্রমাণিত হয়। এমতাবস্তায় মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক, ল্যারেটরিজ (নিয়ন্ত্রণ) আইন-১৯৮২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
এছাড়া পার্শ্ববর্তী মেডিল্যান্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শিল্পকলা মোড়ে অবস্থিত মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতালের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। মৈশালা বাজারে অবস্থিত মঈন চক্ষু হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও রাজবাড়ী-কুষ্টিয়া সহসড়কের মৈশালায় অবস্থিত শুকরিয়া মেডিকেল হল বন্ধ থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। কুড়াপাড়ায় অবস্থিত জয় সনোর পরিচালনা কার্যক্রম বন্ধ থাকায় অভিযান পরিচালনা করা হয়নি। তবে এই দুটি প্রতিষ্ঠান প্রশাসনের নজরদারিতে থাকবে বলে জানায় প্রশাসন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাংশার ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন জটিলতা রয়েছে। আমরা আজ ৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করার চেষ্টা করেছি। বাকিগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। অধিদপ্তরের তথ্য ছাড়াও পাংশাতে যে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল রয়েছে সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুন কুমার পাল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন রেজাসহ থানা পুলিশের একটি টিম।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
