কলাপাড়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের পথসভা

পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রচার প্রচারনা, পথ সভা আর উঠান বৈঠকে সরগরম এখন নির্বাচনী এলাকার তৃনমূল জনপদ। উন্নয়ন ও জনসেবার দৃঢ় প্রত্যয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। শেখ হাসিনার মনোনীত আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে সরকারের উন্নয়ন চিত্র জনগনকে অবহিত করা সহ উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে ’নৌকার বিকল্প নেই’ বলছেন দলীয় নেতা কর্মীরা। নির্বাচনী মাঠে জোরে সোরে প্রচারনায় ব্যস্ত চরমোনাই সমর্থিত ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের হাত পাখা প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা।
বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছে আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। যারা বিএনপি ও চরমোনাই সমর্থিত প্রার্থীদের সাথে হাত মিলিয়ে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের কাছে নৌকার কর্মী সমর্থকদের ’কিশোর গ্যাং’ আখ্যায়িত করে আচরন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। তবে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে এর সত্যতা জানা যায়নি।
শুক্রবার উপজেলার ধূলাসার ইউনিয়নের নির্বাচনী প্রচারনা, পথ সভা ও উঠান বৈঠকে প্রচারনা চালাতে দেখা গেছে বেশ ক’জন চেয়ারম্যান প্রার্থীকে। নৌকা প্রার্থীর একটু কাছেই পথ সভা করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী। আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের পথ সভা অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ন ভাবে। তবে স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে কোন্দল সৃষ্টি ও মাইম্যানদের সংগঠিত করার মিশনে নেমেছেন আ’লীগের কয়েক নেতা। যার নেপথ্যে রয়েছেন ক্ষমতাসীন দলের এক বিতর্কিত নেতা, তার অনুসারী ও মাইম্যানরা। যারা নৌকার বিজয় ঠেকাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে নৌকার সমর্থনে আয়োজিত পথসভায় জানা গেছে কয়েক নেতার বক্তব্যে।
শুক্রবার শেষ বিকেলে ধূলাসারের চাপলি বাজারে নৌকার সমর্থনে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও মহিলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমূখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন। আ’লীগের এ পথ সভার চারপাশ মুখরিত ছিল ’নৌকায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন’ শ্লোগানে। বক্তারা বলেছেন, দক্ষিনাঞ্চলের উন্নয়নে পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটা পর্যটন, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এবার ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের উন্নয়নের সর্ববৃহৎ মেগা প্রকল্প পদ্মা সেতু। তাই শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ’নৌকায় ভোট দিন, উন্নয়নে অংশ নিন’।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আ. রশিদ বলেন, ১৫ জুন ইভিএম পদ্ধতিতে মেয়াদোত্তীর্ণ লতাচাপলি ও ধূলাসার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে শান্তিপূর্ন ভাবে প্রার্থীরা প্রচারণায় অংশ নিচ্ছেন। আচরণবিধি লংঘনের বিষয়ে ইসি সতর্ক অবস্থায় রয়েছে।
এমএসএম / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
