দেশে একটি আস্থাশীল প্রজন্ম গড়তে চায় ইউনিলিভার

দেশের তরুণ প্রজন্মের মাঝে একটি আত্মনির্ভরতার সংস্কৃতি গড়তে চায় কর্পোরেট প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আজ শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ইউনিলিভারের 'সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২১'প্রকাশ অনুষ্ঠানে এমন কথা জানান কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
তার বলেন, একটি টেকসই উন্নয়নকে সামনে এগিয়ে নিতে প্রজন্মকে অবশ্যই আস্থাশীল আত্মমর্যাদাসম্পন্ন এবং সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাবান হতে হবে। না হলে সরকার যত চেষ্টাই করুক না কেন কোন উন্নয়নই টেকসই হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে বৃটেনের হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।অনুষ্ঠানে মুল আলোচনা করেন ইউনিলিভারের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আকতার।
অনুষ্ঠানে ইউনিভারের ব্যবসায়ী পার্টনার হিসেবে ব্রাক, ইউএনডিপি, প্লান ইন্টারন্যাশনাল, ভূমিজ ও ফেন্ডশীপকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইউনিলিভারের সাথে সরকারের ৪০ শতাংশ ব্যবসায়ীক পার্টনার থাকার কথা উল্ল্যেখ করে প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠান গুলো যার যার জায়গা থেকে দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছে। সবার সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আত্মমর্যাদাশীল দেশ গঠনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে।
তিনি বলেন, সন্দেহ নেই ইউনিলিভার আমোদের বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং তারা তাদের কর্পোরেট রেসপন্সিবিলিটির মাধ্যমে দেশকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতন করছে । এটা আমাদের মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
ইউনিলিভারের কর্পোরেট সহযোগিতায় লাইফবয় ভাসমান হাসপাতাল কোস্টাল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা ক্ষেত্রে আশার প্রদ্বীপ হিসেবে কাজ করছে। নারী ও শিশু স্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে লাইফবয় ভাসমান হাসপাতাল।
এর পাশাপাশি পথচারি নারীদের টয়লেট সুবিধা দিয়ে কাজ করে উদহরণ সৃষ্টি করেছে ইউনিলিভার। ভূমিজ নামক সংগঠনটি এ ক্ষেত্রে কাজ করে উদহরণ সৃষ্টি করেছে।
সেই সাথে প্লান বাংলাদেশ সামনে এনেছে বিশেষ এক তথ্য। তরুণ তরুনীদের প্রতি ১০ জনের মধ্যে ৭ জন তাদের দেহের গঠন ও সৌন্দর্য নিয়ে নিজেদের প্রতি সন্তুষ্ট নন। তারা জানেন তাদের দেখতে সুন্দর দেখা যায় না। এ কারণে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের সব সময় পিছিয়ে রাখে। যা একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনের ক্ষেত্রে বড় অন্তরায়। এ মানুষিক অবস্থার উন্নয়নে সারা দেশে বিউটি বা দৈহিক সৌন্দর্য যে বড় কোন বিষয় নয় সে বিষয়ে উদ্বুদ্ধ করতে কাজ করছে ইউনেলিভার।
সব মিলে আস্থাশীল একটি প্রজন্মকে নিয়ে কর্পোরেট দায় ও দায়িত্ব পালনের মাধ্যেমে সামনের দিনে আরো এগিয়ে যেতে চায় ইউনিলিভার।
প্রতিষ্ঠানের ইউনিলিভারের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আকতার বলেন, আমরা আমাদের পণ্য এবং সেবার সাথে কখনো আপোষ করেনি। সেই সাথে আপোষ করিনি আমাদের সামাজিক দায়ের কোন কাজে। তাই গত অর্ধশত বছরেরও বেশী সময় ধরে আামদের পণ্য ও সেবার প্রতি জনআস্থা ভালবাসা ক্রমাগত বেড়ে চলেছে। এটা আমাদের জন্য প্রেরণার ও ভাল লাগার মতো একটি বিষয়।
এমএসএম / এমএসএম

ধরা ছোয়ার বাইরে অপরাধী মনিরুল ও আবু জাফর চৌধুরী

যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে না দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড

বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা

ভুয়া ভিসায় দালাল চক্রের প্রতারণা, হুমকির মুখে লেবাননের শ্রমবাজার

আমদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক গ্যাদারিংয়ে বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত
Link Copied