ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফোবানা : ভেতর থেকেই গর্বের গল্প হয়ে উঠেছে


জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির  photo জাহিদুল ইসলাম শিশির/ মোহাম্মদ আলী আবির
প্রকাশিত: ৪-৬-২০২২ রাত ১১:৫৪
ফোবানা ঘিরে জন্ম হয়েছে বাংলাদেশের আর এক গর্বের অধ্যায়। যা অনেকেরই অজানা। ফেডারেশন অব  বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা  (ফোবানা)এর আওতায় গড়ে ওঠা কোম্পানী ফেক্সডি (এফইএক্সডি) নিবন্ধিত হয়েছে আমেরিকার নাসাডাক স্টক মার্কেটে । বিশ্বের অতি নামী দামি ও নেতৃত্বদানকারি কোম্পানী যেমন অ্যাপল, এমাজন, ফেসবুক, গুগল এ মার্কেটের লীড কোম্পানী। এখানে শুধুই তারা নিবান্ধত হয়নি  ইতোমধ্যে  বাংলাদেশি 
(ফেক্সডি)কোম্পানীটি বিশ্বসেরা এবং এ বাজারে লীড নিতে শুরু করেছে। ইতোমধ্যে একশত মিলিয়ন ডলারের  উপর তারা আয় করতে সক্ষম হয়েছে এ বছরের মধ্যে তারা আরো এক বিলিয়ন ডলার আয়ের টার্গেট নির্ধারণ করেছে। ঢাকায় ফোবানা আয়োজিত এক বিজনেস নেটওয়ার্ক লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা জানান আয়োজক নেতারা।  
 
অনুষ্ঠানে জানানো হয় আগামী এক দশকে ফেক্সডি
১৫ থেকে ২০ হাজার দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরী করবে। তারা জানান,  স্বাধীনতার ৫০ বছরে এই প্রথম কোন কোম্পানী আমেরিকান স্টক মার্কেটে নিবন্ধিত হলো।এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা বৃদ্ধি করেছে। কোম্পানীটির পক্ষ থেকে জানানো হয় এরই মধ্যে কয়েকটি বিশ্বমানের ফিনান্সিয়াল সফটওয়্যার গড়ে তোলা হয়েছে। যা বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে বৃদ্ধি করেছে।  আগামী এক দশকে এ কোম্পানী ঘিরে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে  জানান আয়োজকরা। 
 
তারা বলেন, আগামী ৫ বছরে আমরা শতকোটি ডলারের রেখা পার করে যেতে চাই। আমরা গুগল ফেসবুকসহ আমাজনের মতো কোম্পানীকে ছাড়িয়ে যেতে চাই। এর জন্য প্রয়োজন বাংলাদেশের  ব্যবসায়ীদের এ মার্কেটে ব্যবসা করা । বাংলাদেশের তরুণ প্রজন্ম ও ব্যবসায়ী মহল যখন আমাদের সাথে ব্যবসা করতে শুরু করবে তখন আমরাই আমেরিকান শেয়ার বাজারের অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠবো। তখন বাংলাদেশের ভাবমর্যাদা বিশ্বে অন্য এক মাত্রা পাবে। ফোবানার নির্বাহী সেক্রেটারি মাসুদ রব চৌধূরী দৈনিক সকালের সময়কে বলেন, আমরা প্রবাসে থেকে দেশে ব্যাপক কর্মসংস্থানের জন্য কাজ করছি,দেশ এগোচ্ছে। এখন আমাদেরকে অবশ্যই বিশ্ববাজারের প্রতিযোগিতার জন্য লিড নিতে শুরু করতে হবে। এর কোন বিকল্প নেই,আমরা তাই করতে যাচ্ছি। আগামী সেপ্টেম্বরে শিকাগোতে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে বাংলাদেশী তরুণ ব্যবসায়ী - উদ্যোক্তাদের বেশী মাত্রায় যোগ দেয়ার আহবান জানান তিনি।  তিনি বলেন, আমাদের এ গর্বের কাহিনীটি দেশের মানুষকে জানানো জরুরী। হয়তো প্রত্যেক নাগরিক এর থেকে লাভবান হবে না। কিন্তু এর গর্বের সাথে তাদের মর্যাদা ও গর্ব জড়িয়ে আছে। তিনি এ বিষয়ে ব্যাপক প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। ফেক্সডি এর নির্বাহী মেম্বার মাহবুব হাসান দৈনিক সকালের সময়কে বলেন,  বাংলাদেশের সম্মানের জন্য এখানে যা ঘটতে যাচ্ছে তা বোঝানো কঠিন। তবে সময় গড়াতেই সবাই বুঝতে পারবেন বাংলাদেশ সত্যিকারেই বিশ্বসভা জয় করতে শুরু করেছে ।
সম্মেলনে যোগ দেয়া আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান দৈনিক সকালের সময়কে বলেন, এটা সত্যি বাংলাদেশের জন্য গর্বের একটি অধ্যায় হয়ে গেছে।পদ্মাসেতু আমাদের জন্য যেমন মাইল ফলক হয়ে গেছে তেমনি আমেরিকান মার্কেটে আমাদের শক্ত অবস্থানের বার্তাটি আরো একটি শক্ত মাইল ফলক। এটা অন্য রকম এক গর্বের ব্যাপার। যা অনেকেই এখনো জানে না। এটা জানাতে হবে।

এমএসএম / এমএসএম

ধরা ছোয়ার বাইরে অপরাধী মনিরুল ও আবু জাফর চৌধুরী

যানবাহনের ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে না দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি

ইতালী প্রবাসিকে হত্যাচেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে

ঝড়-বৃষ্টি যাই হোক, কাজ চলবেঃ আফাজ উদ্দিন

হাতিয়ায় বিকল হওয়া বাল্কহেডসহ ৪ ক্রু'কে উদ্ধার করলো কোস্ট গার্ড

বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা

ভুয়া ভিসায় দালাল চক্রের প্রতারণা, হুমকির মুখে লেবাননের শ্রমবাজার

আমদিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নয়লি ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সমাজ উন্নয়নে অবদান রাখবেঃ দিলারা জামান

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক গ্যাদারিংয়ে বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ ও পথসভা

তাহেরির বিরুদ্ধে মামলা, যা বললেন আল্লামা ইমাম হায়াত