পাংশায় সপরিবারে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে বসতঘরে আগুন দেয়ার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতঘরের দরজা ও বাড়ির মেইন গেট বােইরে থেকে আটকে দিয়ে গভীর রাতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুন) রাত আড়াইটার দিকে পাংশা পৌর শহরের মৈশালা গ্রামে (ফায়ার সার্ভিসের পেছনে) তাঁতীপাড়া এলাকার লিটন কুমার কুণ্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জুন) সকালে সরেজমিন জানা যায়, লিটন কুমার কুণ্ডুর বাড়ির খড়ির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন মুহূর্তের মধ্যে পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি জানতে পেরে পাংশা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরের পাঁচটি কক্ষের সকল আসবাবপত্র ও একটি খড়ির ঘর পুড়ে যায়। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সপরিবারে জানে বেঁচে গেছেন বলে জানায় পরিবারটি। খবর পেয়ে পাংশা পৌর মেয়র ও পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিটন কুমার কুণ্ডু বলেন, প্রতিদিনের ন্যায় ভাই টিটু কুমার কুণ্ডু, ছেলে প্রত্যয় কুমার কুণ্ডু ও মা মুক্তি রানী কুণ্ডু রাত ১১টার দিকে স্ব স্ব ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে ঘরে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ঘরের মধে থাকা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ঘর থেকে বের হতে গেলে ঘরের দরজা খুলতে পারিনি। ওই সময় চিৎকার করতে থাকি এবং ঘরের জানালা ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি বসতঘরের পাঁচটি দরজা ও বাড়ির মেইন গেট বাইরে থেকে আটকানো। পরে ঘরের সকল দরজা খুলে দিয়ে ভাই, ছেলে ও মাকে নিয়ে খড়ির ঘরে লাগা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ি।
তিনি ধারণা করে বলেন, কে বা কারা হয়তো কোনো রাসায়নিক প্রদার্থ দিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তবে এলাকার কারো সাথে তার পরিবারের কোনো সদস্যের মতবিরোধ নেই বলে জানান তিনি।
লিটর কুমার কুণ্ডুর ভাই টিটু কুমার কুণ্ডু বলেন, ভাইয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো। পরে ভাই এসে দরজা খুলে দিলে ঘর থেকে বের হয়ে দ্রুত খড়ির ঘরের আগুন নেভাতে যাই। মুহূর্তেই সম্পূর্ণ বসতঘরে আগু নছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে আমাদের চারটি প্রাণ ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি।
তিনি ধারণা করছেন, এটা শুধু অগ্নিকাণ্ডই নয়, আমাদের এখান থেকে উচ্ছেদ ও হত্যার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ বলেন, বাড়িটি আমার ফায়ার স্টেশনের নিকটেই। আমরা স্বচক্ষে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোনো রাসয়নিক প্রদার্থ দিয়ে আগ্নিসংযোগ করা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি জানান, কোনো রাসয়নিক প্রদার্থের আলামত পাওয়া যায়নি।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
