শরণখোলায় শাক তুলতে গিয়ে বৃদ্ধ দিনমজুরের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় শাক তুলতে গিয়ে খালের পানিতে ডুবে বৃদ্ধ দিনমজুর কাঞ্চন হাওলাদারের (৭৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ জুন) সকালে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের একটি খালে ভাসমান কলমি শাক তুলতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ছগির ফকির জানান, বৃদ্ধ দিনমজুর কাঞ্চন হাওলাদার গ্রামের খালে বিলে জন্মানো বিভিন্ন প্রজাতির শাক সংগ্রহ করে হাট-বাজারে বিক্রি করতেন। সম্প্রতি তিনি দুবার স্ট্রোক করেছিলেন বলে জানান তিনি।
শরণখোলা থানার এসআই হাবিবুর রহমান খান জানান, সোমবার সকালে ওই বৃদ্ধ গ্রামের খালে ভাসমান কলমি শাক তুলতে গিয়ে ভাটার স্রোতে খালে পেতে রাখা একটি মাছ ধরা জালের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধ দিনমজুরের লাশ উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম হোসেন জানান, এ মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে হতদরিদ্র ওই বৃদ্ধর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান