১৫০ ফুট স্লিপার ব্রিজ ভেঙে দীর্ঘদিন চলাচলের অযোগ্য থাকায় মানুষের দুর্ভোগ
বগেরহাটের শরণখোলার দ্বীপচরে ঘনবসিত এলাকায় ১৫০ ফুট স্লিপার ব্রিজ ভেঙে দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকায় ওই এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্বীপচরের গ্রামটিতে তিন শতাধিক পরিবারের বসবাস। এখানে আছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে দুটি মসজিদ। এছাড়াও আছে বিস্তীর্ণ কৃষিজমি।
গ্রামের চারপাশের খালগুলো স্বাদু পানিতে ভরে থাকায় এখানকার মানুষ তাদের যার যার জমিতে সারাবছর নানা ধরনের চাষাবাদে ব্যস্ত থাকে। সারাবছর এ গ্রামের জমিতে কোনো না কোন ফসল ফলানোর জন্য দ্বীপচর গ্রামটি উপজেলার কৃষিপল্লী হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে। এই দ্বীপচর থেকে লোকালয়ের সাথে যোগাযোগের জন্য প্রধান মাধ্যম ১৫০ ফুট লম্বা একটি স্লিপার ব্রিজ, যার মাধ্যমে এখানকার মানুষ রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রাম হয়ে উপজেলা সদরে আসা-যাওয়া করতের। তাদের উৎপাদিত কৃষিপণ্য পাঠানো হতো উপজেলা সদর রায়েন্দা বাজার ও পার্শ্ববর্তী বাংলাবাজারে। এসব বাজারের পাইকারি ব্যবসায়ীরা কৃষিপণ্য কেনার জন্য ছুটে যেতের কৃষিপল্লী দ্বীপচরে।
এখানকার চাষিরা তখন ফসল ফলিয়ে ভালো বাজারমূল্য পেয়ে স্বচ্ছলতার মুখ দেখেছিলেন। তাদের যোগাযোগের প্রধানতম মাধ্যম সেই স্লিপার ব্রিজটি ভেঙে দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। কৃষিপণ্যের পরিবহন দূরে থাক, মানুষের সাধারণ চলাচলও দুরূহ হয়ে পড়েছে। তাই উপজেলার কৃষিপল্লী খ্যাত দ্বীপচরবাসীর মনে আর সুখ নেই।
ও্ব গ্রামের চাষি ফজলু খান ও রবিউল ইসলাম জানান, চলাচলের ব্রিজটি ভেঙে পড়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। তাই তাদের কৃষিপণ্য বাজারে পাঠাতে পারেন না। উপযুক্ত দাম না পেয়ে অনেকেই ক্ষতির মুখে পড়ে চাষাবাদের আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়াও সম্ভব হবে না বলে জানান তারা।
সমাজসেবক মনির সওদাগর বলেন, কয়েক দিন আগে গ্রামের মানুষ নিজেদের খরচে কিছু অংশে কাঠ দিয়ে মেরামত করেছিল। তাও আবার ভেঙে পড়েছে।
গ্রামের প্রবীণ সমাজসেবক মোফাজ্জেল হোসেন সওদাগর ও বাচ্চু তালুকদার বলেন, একটি ব্রিজের অভাবে গ্রামটির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। জীবনের ঝূঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ গ্রামের শতভাগ মানুষ আওয়ামী লীগের সমর্থক। সারাজীবন নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন থেকে কেন তারা বঞ্চিত হবেন?
এ গ্রামের বাসিন্দা শরণখোলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেক্সোনা দেলোয়ার বলেন, বর্তমান সরকারের সময় সারাদেশে উন্নয়নের মহোৎসব চলছে। ঠিক সেই সময় এই ব্রিজটির এ দুরবস্থা সত্যিই দুঃখজনক।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নাসিমুল আহসান তালুকদার জনগণেরর দুর্ভোগের কথা তুলে ধরে খাদা ও দ্বীপচরের খালে জরুরিভিত্তিতে সেতু নির্মাণেরর জোর দাবি জানিয়েছেন।
শরণখোলা উপজেলা প্রকৌশলী ফেরদৌস আহমেদ জানান, সংস্কার না হওয়ায় ১৫০ ফুট স্লিপার ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে থাকায় ওই এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অগ্রাধিকারভিত্তিতে এখানে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied