ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ৪:৫০

চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বেগম মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মেহ্নাজ রহমান, জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শারীফুল ইসলাম,  মোঃ সাদ্দাম হোসেন, মোঃ অলি উল্লাহ্।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ, এইচ, এম জিয়া উদ্দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ডিসি (দক্ষিণ জোন)  মোহাম্মদ জসিম উদ্দিন, এডিসি (প্রসিকিউশন) মোঃ কামরুল হাসান, এসি ডিবি (উত্তর) মোঃ কামরুল হাসান, এসি (প্রসিকিউশন) ওয়াহিদ উল্লাহ্ সহ মহানগরীর সকল থানার অফিসার ইন-চার্জ। কনফারেন্সে পিবিআই (চট্টগ্রাম মেট্রো)-এর পক্ষে পুলিশ সুপার নাইমা সুলতানা, র‌্যাব-৭ এর পক্ষে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আনোয়ার এবং সিআইডির পক্ষে পুলিশ পরিদর্শক এ এম ফারুক উপস্থিত ছিলেন।  কনফারেন্সে ছিলেন সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আবদুল মন্নান, ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডাঃ চিন্ময় বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্রো) উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা এবং প্রবেশন অফিসার পারুমা বেগম। কনফারেন্সের শুরুতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের সুষ্ঠু বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।  

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে বলেন, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রসেসসমূহ ১ মাসের মধ্যে জারী করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন। তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতি সচেতন হতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি দ্রুত ও দক্ষতার সাথে প্রতিবেদন দাখিলের পাশাপাশি মামলার বাদী উপস্থাপন নিশ্চিত করে তাদের নিরাপত্তা বিধান করার জন্য সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
কনফারেন্সে উপস্থিত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহ্নাজ রহমান গ্রেফতারকৃত আসামীকে ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপনের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা পুলিশ কর্মকর্তাদের-কে স্মরণ করিয়ে দেন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন অনুসরণের প্রতি জোর দেন। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম পুলিশ রিপোটের সাথে অবশ্যই ফৌজদারী কার্য বিধির ১৬১ ধারায় গৃহীত সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করে রিপোর্টের সাথে দাখিল করার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। 
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জসিম উদ্দিন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা এ ধরণের কনফারেন্স আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়। নিয়মিত কর্মশালা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। 

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)