ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

১২ দফা দাবিতে রাবিতে অফিসারদের অবস্থান


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১:২৯
পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতিসহ ১২ দফা দাবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (১৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসারদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 
 
তাদের দাবিসমূহ হলো- কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা, কর্মকর্তা হিসেবে ৪ বার পদোন্নয়ন সুবিধা প্রদান, পদ অনুসারে গ্রেড উন্নয়ন, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, সকল দপ্তরের নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা।
 
তারা আরো দাবি করেন, শিক্ষাছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা, পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রাখা, ২য় গ্রেডধারী কর্মকর্তাদের মোট চাকরিকাল ন্যূনতম ২২ বছর এবং যোগ্যতার ভিত্তিতে মোট ২য় গ্রেডধারী কর্মকর্তার ২৫% কর্মকর্তাকে ১ম গ্রেড প্রদান, পদ অনুযায়ী সকল সুবিধা নিশ্চিত করা, সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে উদ্ভূত জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের পুনরায় আলোচনা করা এবং খসড়া প্রদান করার ব্যবস্থা গ্রহণ।
 
কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক এবং অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন আজকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির ডাক দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি। ইউজিসির নীতিমালা কমিটিতে কোনো অফিসার অন্তর্ভুক্ত নেই, তাই তারা কী করছে, আমরা জানতে পারছি না‌। তাদের কমিটিতে আমাদের ফেডারেশনের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সকল দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। 
 
কৃষি প্রকল্পের সেকশন অফিসার মনি আকতারুল ইসলাম বলেন, একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ আমাদের পদোন্নতি আটকে রাখতে চায়। আমরা আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ১২ দফা দাবি অতিসত্বর মেনে নিতে হবে।  
 
জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. শহীদুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল, বরেন্দ্র জাদুঘরের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজা, দর্শন বিভাগের সহকারী রেজিস্ট্রার মাসুদ রানা প্রমুখ।

এমএসএম / জামান

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা