ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

তিস্তার তীব্র স্রোতে ঘরবাড়ি নদীগর্ভে, চরে পানিবন্দি মানুষ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১:৩৬
কুড়িগ্রামের উলিপুর তিস্তার তীব্র স্রোতে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অপরদিকে তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তার দুমুখী আঘাতে তিস্তাপাড়ের ও চরাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েছেন ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু এবং বাদামের আবাদ ও অন্যান্য আবাদি ফসল নিয়ে।
 
টানা ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের উলিপুরে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বন্যা সৃষ্টি হয়েছে। তিস্তা, ধরলা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত পাল্লা দিয়ে বাড়ছে।  ফলে উপজেলার তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার শতাধিক পরিবার। পানি বাড়ার সাথে সাথে তিস্তা ও ব্রহ্মপুত্রে ভাঙন বাড়ছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে নদ-নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা গেছে। 
 
সরেজমিন দেখা যায়, উপজেলার তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে চরাঞ্চলের বসতি লোকদের। কুড়িগ্রাম জেলার প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের ঘরবাড়িতে পানি উঠেছে। উলিপুরের পূর্ব অংশ ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার হাতিয়া, বেগমগঞ্জ, সাহেবের আলগা, বুড়াবুড়ি ইউনিয়নে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
 
এদিকে তিস্তার পানি কমলেও স্রোতের তীব্রতায় নদীতীরবর্তী দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়নে ব্যাপক হারে ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব এলাকার কোথাও কোথাও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে খড়কুটোর মতো জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও তা কার্যত ব্যর্থ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে অসংখ্য মানুষ ভূমিহীনে পরিণত হচ্ছেন। আবার তিস্তার চরাঞ্চলগুলোর মধ্যে থেতরাই, দলদলিয়া, বজরা, গুনাইগাছ, তবকপুর ইউনিয়নের তিস্তার চরগুলো প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চরের প্রধান যাতায়াতের পথ থেকে শুরু করে আমনের বীজতলা, পাট, সবজি, বাদামসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
 
গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরামের বাসিন্দা নুর ইসলাম ও রফিকুল বলেন, ‘তিস্তা নদীতে কাল যা পানি দেখছি আইজ তা ডাবল। ক্ষেত খামার ডুবি গেইছে বাপু। বাড়ির চাইরপাশে পানি। কখন বা বাড়িত পানি ওঠে।’
 
বাদামচাষি আবুল হোসেন, লুৎফর রহমান ও নুরুজ্জামান বলেন, কয়েকশ হেক্টর জমির বাদাম ডুবে গেছে। তড়িঘড়ি করে বাদাম তুলছি। অনেকের বাদাম বানের পানিতে ভেসে গেছে। বাদাম ওঠানোর সুযোগ পাওয়া যাচ্ছে না।
 
দিনমজুর আয়ে খেটে খাওয়া সুবল, জামাল, সুচন্দা রানীসহ অনেকে বলেন, ‘হামরা তিস্তার চরে গেছিলাম জমিতে কাজ করবার জন্য কিন্তু চরে পানির যে অবস্থা, হামাক গুলাক আর কে কামত নেয়, সব ফসল পানিতে তলে গেইছে। হামরা পানিতে ভাসিয়া যাওয়া বাদাম কুড়িয়ে পাওয়া এক বস্তা করে নিয়ে আসলাম। বর্তমানে চরে কোনো কাজ নেই।’
 
তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন অধিদপ্তরের উপ-প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, তিস্তার পানি কমায় স্রোতে তিস্তার পাড় হুমকির মধ্যে পড়েছে। তিস্তার পাড়ের বিভিন্ন জায়গায় আমাদের জিওব্যাগ ফেলা অব্যহত রয়েছে।

এমএসএম / জামান

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

রাজবাড়ী-মধুখালী রুটে ভাড়া নিয়ে বাস-অটো ইজিবাইক মালিক সমিতির দ্বন্দ্বে সড়ক অবরোধ

নিরাপদ মিরসরাই এর রুপরেখা উপস্থাপন করলেন শাহীদুল ইসলাম চৌধুরী

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: সভাপতি জাকারিয়া, সম্পাদক ওয়াসিম

‎আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

মহাষষ্ঠী আজ, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন — মামুনুর রশীদ

ধামরাইয়ে পূজা মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন, গ্রেপ্তার ৩

নরসিংদীতে বেসরকারি হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন