ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রাজনৈতিক আশ্রয়ে ফটিকছড়ির ভূজপুর ট্রাজেডির মূলহোতারা!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ২:২৫

চট্টগ্রামের ফটিকছড়ির আলোচিত ভূজপুর ট্রাজেডির নয় বছর পূর্ণ হলেও বিচার পায়নি নিহতদের স্বজনরা। এ ঘটনায় এখনো স্বজনদের কান্না থামেনি। পঙ্গু হয়ে মানবেতর দিনাতিপাত করছে অনেকে। ঘটনার মূল হোতারা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। আবার অনেকের সাথে গোপন সমঝোতা করেছে আওয়ামী লীগ নেতারা। নিরাপদে; রয়েছে রাজনৈসতিক আশ্রয়ে। এ ঘটনার ৫টি মামলার মধ্যে সবকটি মামলার চার্জশীট আদালত গ্রহণ করেছে।
২০১৩ সালের ১১ এপ্রিল বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন হরতাল বিরোধী মিছিলে পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সশস্ত্র হামলা করেছিল হরতালকারীরা। রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো ভূজপুর এলাকা। পুড়িয়ে দেয়া হয় জিপ, হাইচ ও কারসহ ২শতাধিক গাড়ি। নির্মমভাবে হত্যা করা হয় যুবলীগ-ছাত্রলীগের কর্মী বিপুল, রুবেল ও ফোরকানকে। এঘটনায় নিহত ফারুক ইকবাল বিপুল, রুবেল ও ফোরকানের পরিবারের সদস্যরা বাদি হয়ে ৩টি মামলা দায়ের করেন। সরকারি সম্পদ ধ্বংস ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ২টি মামলা করা হয়। সর্বশেষ সবকটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
আদালত সূত্র জানায়, পাঁচ মামলার অভিযোগপত্রে মোট ৭৭৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে মো. রুবেল হত্যা মামলায় ২১৯ জন, ফারুক ইকবাল বিপুল হত্যা মামলায় ২০৭ জন এবং ফোরকান মিয়া হত্যা মামলায় ২০৪ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলাতেই ভূজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শফিউল আলম নূরীকে প্রধান আসামি করা হয়। বাকি দুইটি মামলার চার্জশীটে পুলিশের পক্ষ থেকে করা মামলায় ৬৮ এবং ফায়ার সার্ভিসের পক্ষে করা মামলায় ৭৫ জনকে চার্জশীটভূক্ত করা হয়।
হত্যাকান্ডের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ- তাদের অসহায় করে দিয়ে চার্জশিটভুক্ত আসামি এবং তাদের পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে পুরষ্কৃত করা হচ্ছে। 
অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে দেখা যায়, আসামি জামাত নেতা মো. ছরওয়ার এর স্ত্রী জুবাঈদা ছরওয়ার নিপা চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক পদ পায় এবং আসামি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে অন্তরঙ্গ পোস্ট শেয়ারিং করার প্রমাণ মেলে। এছাড়া ইতিপূর্বে সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল পরিকল্পনাকারী রাজাকার পুত্র ইকবাল, মোল্লা জালাল ও তৌফিককে মামলা থেকে বাদ দেওয়া হয়। যদিও তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। 
হামলায় আহত ভুক্তভোগী মাহমুদুল হকের অভিযোগ- ‘দলের অনেক নেতা তাদের অসহায় করে দিয়ে চার্জশিট ভুক্ত আসামি এবং তাদের পরিবারের সদস্যদের রাজনৈতিক ভাবে পুরষ্কৃত করছেন। যেটা মেনে নেওয়া যায়না। তিনি অবিলম্বে এসব বন্ধে দলীয় সিদ্ধান্ত কামনা করেন।’
মামলা নিয়ে পুলিশ ও রাজনৈতিক নেতাদের বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, আসামিরা এখন বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে ভুক্তভোগী পরিবারগুলোকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
জানতে চাইলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, সবকটি মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে পুলিশ। এখন আদালতেই সবকিছুর ফয়সালা হবে কে অপরাধী আর কে নিরাপরাধী। হুমকী প্রদানের বিষয়ে তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)