ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মুক্তা সভাপতি, মিলন সম্পাদক


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ২:২২
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগ। গত ১৮ জুন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষর করে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কামাল উদ্দিন আকন সভাপতি ও আজমল হোসেন মুক্তা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু সম্মেলন অনুষ্ঠানের মাত্র ১০ দিনের মাথায় ওই বছরের ৫ ডিসেম্বর সভাপতি কামাল উদ্দিন আকন মৃত্যুবরণ করেন।
 
এরপর নতুন সভাপতি নির্ধারণ, করোনা মহামারীতে সবকিছু স্থবির হওয়া এবং কমিটিতে কাকে কোথায় রাখা হবে এ নিয়ে জটিলতা দেখা দেয়। এই পরিস্থিতিতে বছরখানে আগে কেন্দ্র থেকে প্রয়াত সভাপতি কামাল উদ্দিন আকনের স্থলে সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে সভাপতি এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলনকে নতুন সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তাদের দুজনের নাম বহাল রেখে গত ১৮ জুন ৭১ সদস্যবিশিষ্ট ২০১৯-২২ মেয়াদের কার্যনিবাহী কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন।
 
কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন– সভাপতি আজমল হোসেন মুক্তা, সহ-সভাতি মাঈনুল হোসেন টিপু, মেজবাহ উদ্দিন খোকন, রায়হান উদ্দিন শান্ত, মো. হুমায়ুন কবির, এম এ খালেক, এম ওদুদ আকন, মোল্লা মশিউর রহমান, আ. রহমান হাওলাদার, মো. আসাদুজ্জামান শেখ (আছাদ)।  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কালাম, খান আসাদুজ্জামান আসাদ, আবুল হােসেন নান্টু,  আইন বিষয়ক সম্পাদক ফরিদ খান মিন্টু, কৃষি ও সমবায় সম্পাদক আজাহার আলী হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন আকন, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বিপ্লব।
 
ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল কবির কিসলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজীব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদক রাহিমা আক্তার হাসি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আশীষ কুমার দাস, শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক মোঃ মাহ্ফুজ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন-অর- রশিদ , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  নজরুল ইসলাম আকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন তালুকদার,  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, মোঃ মনির হোসেন, আহম্মদ উল্লাহ সানি, উপ- দপ্তর সম্পাদক শিকদার জাহাঙ্গীর আলম, উপ প্রচার সম্পাদক মনির তালুকদার, কোষাধ্যক্ষ গোপাল কর্মকার।
 
সদস্যরা হলেন– মোজাম্মেল হোসেন, এম এ রশিদ আকন, সাইফুল ইসলাম খোকন, শহীদ হোসেন বাবুল, হাবিবুর রহমান তালুকদার,  আঃ হক গোলাম হায়দার,  নুরুল ইসলাম তালুকদার,  নাসিমুল আহসান,  মমতাজ বেগম,  আফজাল তালুকদার, দেলোয়ার হোসেন,  হেমায়েত উদ্দীন বাদশা,  তাহমিনা বেগম,  আঃ সওার  সরদার, রুস্তম আলী শাহ, সুলতান আহমেদ (বিএসসি), গোলাম রসুল সেলিম,  এম.এ কাসেম সেপাই,  তাছেন তালুকদার,  আঃ রহমান ফরাজি, জাহাঙ্গীর খলিফা,  চঞ্চল ভৌমিক,  শিশির শাহা,  তাহেরুল ইসলাম,  জামাল জোমাদ্দার, শামসু জোমাদ্দার,  গিয়াস উদ্দিন মুন্সি,  জাকির হোসেন খান মহিউদ্দিন,  তাইজুল ইসলাম সরদার, শাহজাহান বাদল জোমাদ্দার, জালাল আহমেদ রুমি,  নজরুল ইসলাম কবির,  তপু বিশ্বাস, আবু রাজ্জাক আকন, হাসানুজ্জামান পারভেজ।
 
নতুন কমিটি প্রসঙ্গে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরন্ত শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত এবং ঐক্যবধ্য করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো বলে আমি বিশ্বাস করি।

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ