চট্টগ্রামে অর্ধ শতাধিক কাজীর বিরুদ্ধে মামলা ঝুলে আছে ২০ বছর
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং নগরীর ৪১টি ওয়ার্ডের ২৬৪ জন কাজী কর্মরত থাকলেও প্রায় অর্ধ শতাধিক কাজীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, দুর্নীতি এবং পেশাগত দায়িত্ব পালনে ভূয়া কাবিনামা তৈরীসহ, অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। আবার কেউ কেউ উক্ত পদটি ধরে রাখার কৌশল হিসেবে নিজেই মামলা করে বছরের পর বছর কাজ চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। উক্ত মামলাগুলো মোকাবেলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ না থাকায় ২০ বছরেও রায় না হওয়ায় হতাশার পাশাপাশি কিছু এলাকা কাজী শূন্য রাখতে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রিশন অফিস সূত্রে জানা গেছে, নগরী এবং বিভিন্ন উপজেলায় ২৬৪ জন কাজী কর্মরত। তারা ইসলাম ধর্ম এবং রাষ্ট্রের বিধি মোতাবেক বিবাহ, তালাক নিবন্ধন করে আসছে। বিয়ের নিবন্ধনে কত টাকা সরকারি ফি এটা বর পক্ষ এবং কনের পক্ষের মধ্যে কারো জানা না থাকার কারণে জিম্মি করে ইচ্ছামত ফি নেয়ার যেমন অভিযোগ রয়েছে তেমন তালাক নামার ক্ষেত্রেও একই অভিযোগ। সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিয়ের নিবন্ধনের কাগজ বাধ্যতামূলক হওয়ায় কাজী এবং কাজী অফিসের লোকজন নতুনভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মামলা জটিলতায় এবং যেসব এলাকায় কাজীর বিরুদ্ধে মামলা চলমান অথবা কাজীর সাথে এলাকা বিরোধ নিয়ে মামলা জটিলতা রয়েছে এরমধ্যে সিটি কর্পোরেশন ২নং জালালাবাদ ওয়ার্ড, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১০নং উত্তর কাট্টলী, ১১নং দক্ষিণ কাট্টলী, ১৪নং লালখানবাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ৩৫নং ব´িরহাট ওয়ার্ড, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ৪০নং উত্তর পতেঙ্গা, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড। নগরীর বাইরে রয়েছে সীতাকুন্ডের বাড়বকুন্ড ও সলিমপুর ইউনিয়ন। মীরসরাই উপজেলার সরাইল ইউনিয়ন, বারৈয়ারহাট পৌরসভা, মীরসরাই পৌরসভা। ফটিকছড়ী উপজেলার রাঙ্গামাটিয়া, রোসাইনগিরি, সমিতিরহাট ইউনিয়ন ও ফটিকছড়ী পৌরসভা। রাউজানের গহিরা, সুলতানপুর, কদলপুর, পাহাড়তলী ইউনিয়ন। হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ, মার্দাশা, ফতেহপুর ইউনিয়ন। বোয়ালখালী উপজেলার গোমদন্ডী, শাকপুরা, সরোয়াতলী ইউনিয়ন, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ, জিরি, হাইদগাও, ভাটিখাইন, দক্ষিণ ভূর্ষি, শোভনদন্ডী ইউনিয়ন। সাতকানিয়া উপজেলার চরতি, কাঞ্চনা, পশ্চিম ঢেমশা, ধর্মপুর ইউনিয়ন, সাতাকনিয়ার পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড। লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়ন, সন্দ্বীপ উপজেলার গাছুয়া ও কালাপানিয়া ইউনিয়নের ৪৪ জনসহ প্রায় অর্ধ শতাধিক কাজীর এলাকা এবং পদবী নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা চলমান। এরমধ্যে অনেকের মৃত্যু হলেও আইনী জটিলতার কারণে নতুন কাজী নিয়োগ দিতে না পারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মামলার বিষয়ে জানার জন্য সিটি কর্পোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাজী আবুল কালাম আজাদের মোবাইলে ফোন করা হলে উনার ভাই মোহাম্মদ রফিক রিসিভ করে জানান, মামলার বিষয়ে তাদের কিছু জানা নেই মামলার বাদী কে বা কারা করেছে কখন করেছে এ বিষয়েও কখনো শুনেননি বলে দাবি করেন।
এ বিষয়ে দক্ষিণ কাট্টলীর কাজী মাওলানা খলিলুর রহমান জানান, সীমানা জটিলতা নিয়ে আমার বিরুদ্ধে কাজী ইকরামুল করিম নামের একজন মামলা করেছিল। পরে মামলাটি উনি নিজ দায়িত্বে প্রত্যাহার করে নেয়। ২০০১/২ সালের দিকে সরকার পরিবর্তন হলে সব কাজীরা একটা একটা করে অনেকে মামলা করেছিল, যাতে নতুন কোন ব্যক্তিকে নিয়োগ দিতে না পারে। অনেকের পদ ঠিকে রাখার কৌশল হিসেবে এ মামলাগুলো করেছিল বলে স্বীকার করেন।
এ বিষয়ে বাংলাদেশ কাজী সমিতি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী মাওলানা ইউছুপ আলী চৌধুরী জানান, মামলাগুলো অনেক সময় আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, যখন কারো নির্ধারিত এলাকা ছিল না, এখন সবার নির্ধারিত এলাকা রয়েছে। সীমানা জটিলতা নিয়ে করা হয়েছিল। জেলা নিবন্ধকের কার্যালয়ে ঠিকমত তথ্যগুলো আপডেট না হওয়াতে মামলার নামগুলো বালামে থেকে গেছে বলে দাবি করেন। এছাড়া এখন কোন কাজীর বিরুদ্ধে কোন অভিযোগ নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজীদের নিয়ে একটা প্যানেল বোর্ড গঠন করার কথা ছিল, মন্ত্রনালয় থেকে সব ঠিক করা হয়েছিল আশা করি এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা ভারপ্রাপ্ত নিবন্ধক মোহাম্মদ সেলিম হাওলাদার জানান, বিভিন্ন এলাকায় কাজীদের বিরুদ্ধে এবং পক্ষে অনেক মামলা রয়েছে, আশা করি মামলাগুলো দ্রুত নিস্পত্তি করতে বাদী বিবাদীর সাথে যোগাযোগ করে সমাধান হয়ে যাবে এবং যেখানে শূন্য রয়েছে সেখানে নতুন নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!