ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

প্রতিবন্ধীকে বিবস্ত্র করে মারপিট ও হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেকেন্দার আলী (৪৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে বিবস্ত্র করে মারপিট ও হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ওই প্রতিবন্ধীর স্ত্রী আর্জিনা বেগম।
 
জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ জুন) দুপুরে আদালতের নির্দেশে কালীগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী সেকেন্দার আলী ওই গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
 
আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ভ্যান চালিয়ে সংসার সচল রেখেছেন বুদ্ধিপ্রতিবন্ধী সেকেন্দার আলী। তার প্রতিবেশী আব্দুর জব্বারের ছেলে স'মিলের মিস্ত্রি জাহেদুল ইসলামের কাছে গাছ পরিবহন বাবদ ভাড়ার টাকা পেতেন ভ্যানচালক সেকেন্দার আলী। ওই পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় সুকানদীঘি বাজারে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে বাজারের কাজ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন সেকেন্দার আলী। পূর্ববিরোধের জের ধরে নিজেদের বাড়ির পাশে পথরোধ করেন জাহেদুল ইসলাম ও তার তিন ভাইসহ পরিবারের লোকজন।
 
এ সময় জাহেদুল ইসলাম গং গাছের ডাল আর লাঠি দিয়ে ভ্যানচালক সেকেন্দার আলীকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করে। জীবন বাঁচানোর তাগিদে হামলাকারীদের হাত-পায়ে ধরেও রক্ষা হয়নি সেকেন্দার আলীর। একপর্যয়ে হামলাকারীদের কয়েকজন বিবস্ত্র সেকেন্দার আলীকে এলোপাতাড়ি মারপিট করছিল আর একজন তার গলা চেপে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে স্ত্রী আর্জিনা এবং মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরও মারপিট ও শ্লীনতাহানী করে হামলাকারীরা। পরে তার স্থানীয়রা এসে হামলাকারীদের কবল থেকে সেকেন্দার আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
প্রতিবন্ধী ভ্যানচালক সেকেন্দার আলীকে বিবস্ত্র করে মারপিটের পুরো ঘটনাটি হামলাকারীদের একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।
 
দীর্ঘ ৮ দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে এ ঘটনায় জাহেদুল ইসলামকে প্রধান আসামি করে তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে গত ১৪ জুন  ভিডিও প্রদর্শন করে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভ্যানচালক সেকেন্দার আলীর স্ত্রী আর্জিনা বেগম। আদালত মামলাটি গ্রহণ করে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ প্রদান করে। অবশেষে শুক্রবার (২৪ জুন) মামলাটি নথিভুক্ত করা হয়।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, অমানুষিক নির্যাতনের ভিডিওটি দেখেই আমি তাৎক্ষণিক হামলাকারীদের গ্রেফতার করতে অফিসার নিয়োগ করেছিলাম। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। থানায় মামলা নিতে চেয়েছিলাম। কিন্তু বাদী অন্যের কথায় আদালতে মামলা করেছেন। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ