সীতাকুণ্ডের বিএম ডিপো অগ্নিকাণ্ড
ক্ষতিপুরণ না পাওয়ার অভিযোগ আহত-নিহত অনেকের
সীতাকুণ্ড উপজেলার কেদারখীল এলাকার ট্রাক ড্রাইবার নুরুল আবসার সেদিন মাল আনলোডিং এর কাজ করছিলেন বিএম ডিপোতে, বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করার ১৬ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন কয়েকদিন আগে। তিনি জানান ডিপো কতৃপক্ষের ৫ হাজার টাকা মেডিকেলে অর্থসাহয়তা প্রদান করে কিন্তু এর পর থেকে তাদরের সাথে কোন যোগাযোগ হয়নি ডিপো কতৃপক্ষের সাথে । শুধু তাই নয় এই দুর্ঘটনায় সীতাকুণ্ডের ৭ জন ব্যক্তি গুরত্বর আহত হন, নিহত হন এক জন, এখনো নিখোঁজ রয়েছেন আরো এক জন। নিহত আফজাল হোসেনের বাড়ি সীতাকুন্ড পৌরসভায়। তিনি বিএম ডিপোতে ওয়েল্ডারের কাজ করতেন। নিহত আফজাল হোসেনের ছোট ভাই ইমাম হোসেন জানান,তার ভাই ডিপোতে কর্মরত অবস্থায় নিহত হলেও ডিপো কর্তৃপক্ষ তাদের সাথে আজ পর্যন্ত যোগাযোগ করেনি। তাদের কোন আর্থিক সহায়তা ও প্রদান করেনি। বিএম ডিপোতে ক্রেন অপারেটরের কাজ করতেন সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার আব্দুল মনির হোসেন। দুর্ঘটনার সময় তিনি বিএম ডিপোতে কর্মরত ছিলেন। বিস্ফোরণের ঠিক আগ মূহুর্ত্বে মোবাইলে ভিডিও ধারণ করা একটি ছবিতে তাকে দেখা যায়। কিন্তু দুর্ঘটনার পর থেকে আজ অবধি তার পরিবার আব্দুল মনির হোসেনের কোন খোঁজ পাননি। মর্গে থাকা লাশের মাঝে আব্দুল মনির হোসেনের লাশ রয়েছে কিনা তা জানার জন্য পরিবারের পক্ষ থেকে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে। নিখোঁজ আব্দুল মনির হোসেনের চাচাত ভাই শাহাদাত হোসেন জানান, বিএম ডিপো কতৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে তাদের পরিবারে কোন খোঁজ খবর কেউ নেয়নি। এবং কোন অর্থ সহায়তা তাদের করা হয়নি। উপজেলার জোড়ামতল এলাকার রিয়াজ উদ্দিন বিএম ডিপোতে কর্মরত ছিলেন বিস্ফোরণের একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত মঙ্গলবার তাকে ছাড়পত্র দেন হাসপাতাল কতৃপক্ষ। রিয়াজ উদ্দিনের মা আয়েশা খাতুন জানান, সরকারি সহায়তায় তার ছেলের চিকিৎসা করানো হয়েছে। তার ছেলে বর্তমানে সুস্থ আছেন কিন্তু বিএম ডিপো কতৃপক্ষ এখনো তাদের সাথে কোন যোগাযোগ করেনি এবং কোন অর্থ সহায়তাও করেনি।
সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউজে বিএম ডিপো কতৃপক্ষের অর্থ সহায়তায় সংবাদ জানার পর তাদের সাথে যোগাযোগ করেন নুরুল আবসার। ডিপো কতৃপক্ষ তার সমস্ত কাগজ কতৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ করেছে বলে জানান তিনি। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার মোহাম্মদ ফারুক আহত হন তিনি ও গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পান। তিনিও কোন অর্থসহায়তা পাননি।এছাড়া আহতদের মধ্যে রয়েছে সলিমপুর ইউনিয়নের নুর উদ্দিন ও তোফাজ্জল হক,সৈয়দপুরের সাঈদ হোসেন রিফাত ও ইয়াসিন হোসেন,কুমিরার ট্রাক ড্রাইভার আবুল হাসেম ও সীতাকুণ্ডের সামাদ।
সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের এডমিন ফজলুল করিম জানান,দুর্ঘটনার পর থেকে বিএম ডিপো থেকে অনেক জনকে উদ্ধার করে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলে অনেকদিন ছিলেন বিএম কতৃপক্ষ মিডিয়ার সামনে যে সহায়তা প্রদান করার কথা বলেছে বাস্তবে তা করেনি। সীতাকুণ্ডে আহত নিহত কেউ ডিপো কতৃপক্ষ থেকে কোন অর্থ সহায়তা পাননি। আমরা চাই ডিপো কতৃপক্ষ যেন ক্ষতিগ্রস্থদের দ্রুত অর্থ সহায়তা প্রদান করে।
এব্যপারে জানতে চাইলে বিএম ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে ক্ষতিপুরণ প্রদান করছি তাই শুধু ২/১ জনের জন্য এমন অনুষ্ঠান আয়োজন করতে পারিনা, যাচাই বাছাই করছি যারা ক্ষতিপুরণ পায়নি তাদের তালিকা করা হচ্ছে তালিকা সম্পন্ন করে দিন তারিখ ঠিক করে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থদেও কাছে সহায়তার অর্থ তুলে দেওয়া হবে। আর যেহেতু টাকার অংকটাও ছোট নয় তাই ক্ষতিগ্রস্থরা যাতে টাকাটা পায় সেজন্য আমরা প্রপার ব্যক্তিও নির্বাচন করছি।
উল্লেখ্য গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।এ ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয় এবং ডিপোতে কয়েকটি দেহাবশেষ পাওয়া যায়। সব মিলিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!