শরণখোলায় ১০ দিনের ব্যবধানে বিভিন্ন গ্রামে তিনটি বাল্যবিবাহ পণ্ড
বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শরণখোলা উপজেলা প্রশাসন। গত ১০ দিনের ব্যবধানে তারা উপজেলার বিভিন্ন গ্রামে তিনটি বাল্যবিবাহ পণ্ড করে দিয়েছে। এসব বিয়ের আয়োজনে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ডাদেশ দেন।
গত শনিবার (২৫ জুন) উপজেলার চালিতাবুনিয়া গ্রামে বগী সুন্দরবন দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী লামিয়া আক্তার রিম-এর বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে হানা দিয়ে বিয়ে পণ্ড করে দেন। এ সময় বিয়ের বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জিহাদুল ইসলামের ছেলে জুবায়ের (২০), বরের চাচা নুরুজ্জামান ফকির (৩০) এবং বরের মামা শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাদল তালুকদারকে (৫০) আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ সময় কনের পিতা রফিকুল ইসলাম পালিয়ে যায়।
এর আগে ২৩ জুন উপজেলার রাজৈর গ্রামের আবুল হোসেন ডাবলু তার মেয়ে তুরফা আক্তারের (১৩) বিয়ের আয়োজন করা হয় । সে উপজেলা সদরের আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেনকে নির্দেশ দিলে তিনি ওই বাড়িতে গিয়ে অভিভাবকদের বুঝিয়ে নিবৃত্ত করেন। এ সময় তুরফা আক্তারের মা তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
এর আগে সোমবার রাতে খুলনার কয়রা উপজেলার তেঁতুলতলা গ্রামের দিনমজুর আবুল বারিক মিয়া তার মেয়ে তানিয়া আকতার (১৬) কে বিয়ে দেয়ার জন্য শরণখোলা নিয়ে আসেন। তার এক আত্মীয়ের মধ্যাস্থতায় শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের হারুন মিয়ার ছেলে বাদল মিয়ার সাথে তার বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ঐ বাড়িতে গিয়ে বিয়ে পন্ড করে দেয়। এ সময় মেয়ের পিতা আবুল বারিক মিয়াকে(৫০) ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠায়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে স্কুল-মাদ্রাসা বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুলবিমুখ হয়ে পড়ে। সেই সময় দরিদ্র পরিবারের অভিভাবকরা তাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া সন্তানদের বোঝা মনে করে সহজে বিয়ের দিকে ঝুঁকে পড়ে। পড়াশোনার চাপ না থাকায় অলস সময়ে শিক্ষার্থীরা পারস্পরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকায় মোবাইল ফোনে অ্যাসাইনমেন্ট করাতে গিয়ে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ পৌঁছে যায়। ইন্টারনেট সংযোগের সহজলভ্যতার কারণে অনেক শিক্ষার্থী ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে নানা রকম সম্পর্কে জড়িয়ে যায়। এসব সম্পর্কের প্রেক্ষিতে করোনাকালীন ও তার পরবর্তী সময় এ উপজেলায় বাল্য বিয়ের হিড়িক পড়ে যায়।
সে সময় বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় শরণখোলা উপজেলা আলোচনার শিরোনামে উঠে আসে। সরকারের কঠোর নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন। এ সময় প্রশাসনিক ভাবে বেশ কিছু বিয়ে ভেঙ্গে দিয়ে অভিভাবকদের জরিমানা আদায় করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা হলে ও বাল্য বিবাহের প্রবনতা রোধ করা যায়নি।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী শরণখোলা উপজেলায় যোগদানের পর বাল্য বিবাহ রোধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। গত ১০ দিনের ব্যবধানে শরণখোলা থানা পুলিশের সহায়তায় ৩ টি বাল্যবিবাহ বন্ধ করে ৪ জন কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন। এ ব্যাপারে তার এই কঠোর মনোভাব এর বার্তা উপজেলার সর্বত্র ব্যাপক আলোচিত হচ্ছে।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাল্য বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। এটা দেশের প্রচলিত আইনের পরিপন্থী ও সমাজের জন্য কতটা ভয়াবহ, তা বোঝানোর জন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বাল্যবিবাহের প্রবণতা কমিয়ে শরণখোলা উপজেলাকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সমাজের সকল শ্রেণির মানুষের সহায়তা কামনা করেন।
এমএসএম / জামান
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied